ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে পাওনা ১ হাজার টাকা ফেরত চাওয়ায় বন্ধুকে খুন

  • স্টাফ রিপোটার:
  • আপডেট সময় ১২:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ৮১৪ Time View

গাজীপুরের টঙ্গী উপজেলায় পাওনা টাকার জেরে সারোয়ার হোসেন (২৫) নামের এক তরুণ খুন হয়েছেন।

বুধবার রাত নয়টার দিকে টঙ্গীর ৪৩ নম্বর ওয়ার্ডের নরেন্দ্র মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

ওই তরুণের নাম সারোয়ার হোসেন। তিনি গাইবান্ধা সদর থানার ভাজনের খামার গ্রামের আবদুল খালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারোয়ার পেশায় নির্মাণশ্রমিক। থাকেন নরেন্দ্র মার্কেট এলাকার একটি মেসে। কিছুদিন আগে বন্ধু ওমর ফারুক তাঁর কাছ থেকে এক হাজার টাকা ধার নেন। সারোয়ার টাকা চেয়ে কয়েকবার তাঁকে তাগাদা দেন। কিন্তু ওমর ফারুক তাঁকে টাকা ফেরত দিচ্ছিলেন না। এর মধ্যে বুধবার রাত নয়টার দিকে টাকা চাইতে ওমর ফারুকের কাছে যান সারোয়ার। কিন্তু ওমর ফারুক টাকা দিচ্ছিলেন না। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ওমর ফারুক সারোয়ারকে ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় সারোয়ার মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ওমর ফারুক পলাতক।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল রুম্মান বলেন, ‘আমরা খবর পেয়ে হাসপাতাল থেকে সারোয়ারের লাশ উদ্ধার করেছি। তাঁর পেট, বুক ও হাতে ছুরির আঘাত রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওমর ফারুক পলাতক। আমরা তাঁকে ধরার চেষ্টা করছি।’

ট্যাগস

টঙ্গীতে পাওনা ১ হাজার টাকা ফেরত চাওয়ায় বন্ধুকে খুন

আপডেট সময় ১২:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

গাজীপুরের টঙ্গী উপজেলায় পাওনা টাকার জেরে সারোয়ার হোসেন (২৫) নামের এক তরুণ খুন হয়েছেন।

বুধবার রাত নয়টার দিকে টঙ্গীর ৪৩ নম্বর ওয়ার্ডের নরেন্দ্র মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

ওই তরুণের নাম সারোয়ার হোসেন। তিনি গাইবান্ধা সদর থানার ভাজনের খামার গ্রামের আবদুল খালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারোয়ার পেশায় নির্মাণশ্রমিক। থাকেন নরেন্দ্র মার্কেট এলাকার একটি মেসে। কিছুদিন আগে বন্ধু ওমর ফারুক তাঁর কাছ থেকে এক হাজার টাকা ধার নেন। সারোয়ার টাকা চেয়ে কয়েকবার তাঁকে তাগাদা দেন। কিন্তু ওমর ফারুক তাঁকে টাকা ফেরত দিচ্ছিলেন না। এর মধ্যে বুধবার রাত নয়টার দিকে টাকা চাইতে ওমর ফারুকের কাছে যান সারোয়ার। কিন্তু ওমর ফারুক টাকা দিচ্ছিলেন না। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ওমর ফারুক সারোয়ারকে ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় সারোয়ার মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ওমর ফারুক পলাতক।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল রুম্মান বলেন, ‘আমরা খবর পেয়ে হাসপাতাল থেকে সারোয়ারের লাশ উদ্ধার করেছি। তাঁর পেট, বুক ও হাতে ছুরির আঘাত রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওমর ফারুক পলাতক। আমরা তাঁকে ধরার চেষ্টা করছি।’


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471