ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ‘মিয়ানমার নৌবাহিনীর গুলিতে’ বাংলাদেশি জেলে আহত

  • স্টাফ রিপোটার :
  • আপডেট সময় ০১:২৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ৬৪৯ Time View

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের পাশে সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে মো. এরশাদ (৩৮) নামে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন।

বুধবার বেলা তিনটার দিকে সেন্ট মার্টিন জেটিঘাটের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরের বদ্দার এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাকে টেকনাফে আনা হচ্ছে।মো. এরশাদ সেন্ট মার্টিন দ্বীপের গলাচিপা এলাকায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি খাগড়াছড়িতে। বুধবার সন্ধ্যার দিকে গুলিবিদ্ধ জেলেকে সেন্ট মার্টিন ২০ শয্যার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ফিশিং ট্রলারের মালিক ও মাঝি জোহার আলী বলেন, ট্রলারে করে ছয় জেলে জেটিঘাটের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরের বদ্দার এলাকায় মাছ শিকারে যান। এ সময় মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ ওই জেলেদের ধাওয়া করে। একপর্যায়ে গুলি চালালে মোহাম্মদ এরশাদ নামের এক জেলের ডান হাতের বাহুতে গুলি লাগে।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, সাগরে মাছ শিকারের সময় ইঞ্জিন বিকল হয়ে ভুলক্রমে মিয়ানমারের জলসীমানার বদ্দার এলাকায় ঢুকে পড়ে ট্রলারটি। ওই সময় নৌবাহিনীর জাহাজ থেকে জেলেদের লক্ষ্য করে গুলি চালালে এক জেলে আহত হন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ‘মিয়ানমার নৌবাহিনীর গুলিতে’ বাংলাদেশি জেলে আহত

আপডেট সময় ০১:২৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের পাশে সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে মো. এরশাদ (৩৮) নামে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন।

বুধবার বেলা তিনটার দিকে সেন্ট মার্টিন জেটিঘাটের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরের বদ্দার এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাকে টেকনাফে আনা হচ্ছে।মো. এরশাদ সেন্ট মার্টিন দ্বীপের গলাচিপা এলাকায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি খাগড়াছড়িতে। বুধবার সন্ধ্যার দিকে গুলিবিদ্ধ জেলেকে সেন্ট মার্টিন ২০ শয্যার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ফিশিং ট্রলারের মালিক ও মাঝি জোহার আলী বলেন, ট্রলারে করে ছয় জেলে জেটিঘাটের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরের বদ্দার এলাকায় মাছ শিকারে যান। এ সময় মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ ওই জেলেদের ধাওয়া করে। একপর্যায়ে গুলি চালালে মোহাম্মদ এরশাদ নামের এক জেলের ডান হাতের বাহুতে গুলি লাগে।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, সাগরে মাছ শিকারের সময় ইঞ্জিন বিকল হয়ে ভুলক্রমে মিয়ানমারের জলসীমানার বদ্দার এলাকায় ঢুকে পড়ে ট্রলারটি। ওই সময় নৌবাহিনীর জাহাজ থেকে জেলেদের লক্ষ্য করে গুলি চালালে এক জেলে আহত হন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471