ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে গুজরাট-চেন্নাই

আইপিএলের ১৬তম আসরের প্রথম পর্বের খেলা শেষে এবার প্লে অফের খেলা শুরু হয়েছে। যার মধ্যে প্রথম কোয়ালিফায়ার খেলবে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। আর হেরে যাওয়া দল আরও একবার ফাইনালে ওঠার সুযোগ পাবে।

মঙ্গলবার (২৩ মে) রাত ৮টায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে ম্যাচ বলে কিছুটা এগিয়ে থাকতে পারে চেন্নাই। তবে গুজরাটও ছেড়ে কথা বলার পাত্র নয়। চলতি আইপিএলেও দলটি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার সক্ষমতা রাখে।

এই দুই দলের বিগত পরিসংখ্যানে এগিয়ে রয়েছে গুজরাট। সবশেষ তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে দলটি। তবে ঘুরে দাঁড়ানোর মত সক্ষমতা রয়েছে মহেন্দ্র সিং ধোনি বাহিনীর। চেন্নাইয়ের বিগত পাঁচ ম্যাচের তিনটিতে জয় রয়েছে, যেখানে গুজরাটের জয় চারটি।

এ বছর ১৪ ম্যাচ থেকে ১০টি জয়ে ২০ পয়েন্ট নিয়ে প্রথম পর্বের শীর্ষে জায়গা করে নেয় গুজরাট টাইটান্স। আর ১৪ ম্যাচের ৮ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচ নিয়ে চেন্নাইয়ের পয়েন্ট ছিল ১৭। এখন পর্যন্ত আইপিএলে চারবার শিরোপা জিতেছে চেন্নাই (২০১০, ২০১১, ২০১৮ ও ২০২০ সালে)। অন্য দিকে গুজরাট ২০২২ সালের চ্যাম্পিয়ন দল।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে গুজরাট-চেন্নাই

আপডেট সময় ০৬:৩৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

আইপিএলের ১৬তম আসরের প্রথম পর্বের খেলা শেষে এবার প্লে অফের খেলা শুরু হয়েছে। যার মধ্যে প্রথম কোয়ালিফায়ার খেলবে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। আর হেরে যাওয়া দল আরও একবার ফাইনালে ওঠার সুযোগ পাবে।

মঙ্গলবার (২৩ মে) রাত ৮টায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে ম্যাচ বলে কিছুটা এগিয়ে থাকতে পারে চেন্নাই। তবে গুজরাটও ছেড়ে কথা বলার পাত্র নয়। চলতি আইপিএলেও দলটি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার সক্ষমতা রাখে।

এই দুই দলের বিগত পরিসংখ্যানে এগিয়ে রয়েছে গুজরাট। সবশেষ তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে দলটি। তবে ঘুরে দাঁড়ানোর মত সক্ষমতা রয়েছে মহেন্দ্র সিং ধোনি বাহিনীর। চেন্নাইয়ের বিগত পাঁচ ম্যাচের তিনটিতে জয় রয়েছে, যেখানে গুজরাটের জয় চারটি।

এ বছর ১৪ ম্যাচ থেকে ১০টি জয়ে ২০ পয়েন্ট নিয়ে প্রথম পর্বের শীর্ষে জায়গা করে নেয় গুজরাট টাইটান্স। আর ১৪ ম্যাচের ৮ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচ নিয়ে চেন্নাইয়ের পয়েন্ট ছিল ১৭। এখন পর্যন্ত আইপিএলে চারবার শিরোপা জিতেছে চেন্নাই (২০১০, ২০১১, ২০১৮ ও ২০২০ সালে)। অন্য দিকে গুজরাট ২০২২ সালের চ্যাম্পিয়ন দল।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471