ঢাকা ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অস্কার মঞ্চে নজর কাড়ছেন দীপিকা

  • বিনোদন ডেক্স:
  • আপডেট সময় ০৬:১৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • ১৭৬০ Time View

এই প্রথম অস্কার মঞ্চে সঞ্চালনা করলেন দীপিকা পাড়ুকোন। তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে তার মৎস্যকন্যা সজ্জা মুগ্ধ করল সারা পৃথিবীর দর্শককে।

অস্কার ২০২৩-এ দীপিকা সেজেছিলেন প্রখ্যাত ফ্যাশন সংস্থা লুই ভিতঁর কালো অফ শোল্ডার গাউনে৷ সঙ্গে পেলব অঙ্গে ছিল কার্তিয়ের অলঙ্কার।

পাশ্চাত্য ঘরানার এই পোশাকের সঙ্গে দীপিকা বেছেছিলেন উইঙ্গড আইলাইননার লুক। কেশসজ্জার মেসিবান বা এলোমেলো খোঁপা। গ্লাভসের ওপর তার স্টেটমেন্ট রিং অন্য মাত্রা যোগ করেছে সাজে।

লুই ভিতোঁর ব্র্যান্ড অ্যাম্বাসাডার দীপিকা তাক লাগিয়ে দিয়েছেন তার রেড কার্পেট লুকে৷ হলিউডের বাকি সুন্দরীদের সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়েছেন তিনি। কখনও বা গিয়েছেন এগিয়েও।

এ বছর সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে এসেছে অস্কার মঞ্চে দীপিকা পাড়ুকোনের ঘাড়ের নতুন উল্কি বা ট্যাটু৷ কালো কালিতে ফুটিয়ে তোলা হয়েছে 82*E।

দীপিকার সদ্য লঞ্চ করা বিউটি ব্র্যান্ড 82-degree East-কে প্রোমোট করেছেন তিনি৷ তবে এই উল্কি সাময়িক না চিরস্থায়ী, সেটা এখনও বোঝা যাচ্ছে না।

অস্কার মঞ্চে নজর কাড়ছেন দীপিকা

আপডেট সময় ০৬:১৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

এই প্রথম অস্কার মঞ্চে সঞ্চালনা করলেন দীপিকা পাড়ুকোন। তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে তার মৎস্যকন্যা সজ্জা মুগ্ধ করল সারা পৃথিবীর দর্শককে।

অস্কার ২০২৩-এ দীপিকা সেজেছিলেন প্রখ্যাত ফ্যাশন সংস্থা লুই ভিতঁর কালো অফ শোল্ডার গাউনে৷ সঙ্গে পেলব অঙ্গে ছিল কার্তিয়ের অলঙ্কার।

পাশ্চাত্য ঘরানার এই পোশাকের সঙ্গে দীপিকা বেছেছিলেন উইঙ্গড আইলাইননার লুক। কেশসজ্জার মেসিবান বা এলোমেলো খোঁপা। গ্লাভসের ওপর তার স্টেটমেন্ট রিং অন্য মাত্রা যোগ করেছে সাজে।

লুই ভিতোঁর ব্র্যান্ড অ্যাম্বাসাডার দীপিকা তাক লাগিয়ে দিয়েছেন তার রেড কার্পেট লুকে৷ হলিউডের বাকি সুন্দরীদের সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়েছেন তিনি। কখনও বা গিয়েছেন এগিয়েও।

এ বছর সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে এসেছে অস্কার মঞ্চে দীপিকা পাড়ুকোনের ঘাড়ের নতুন উল্কি বা ট্যাটু৷ কালো কালিতে ফুটিয়ে তোলা হয়েছে 82*E।

দীপিকার সদ্য লঞ্চ করা বিউটি ব্র্যান্ড 82-degree East-কে প্রোমোট করেছেন তিনি৷ তবে এই উল্কি সাময়িক না চিরস্থায়ী, সেটা এখনও বোঝা যাচ্ছে না।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471