ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মেসির মেক্সিকোর জার্সির অবমাননা বিতর্কে আগুয়েরো যা বললেন

  • ক্রীড়া ডেক্স:
  • আপডেট সময় ১১:৪৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • ৭১৭ Time View

সের্হিও আগুয়েরোর প্রশ্ন, মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ কি ফুটবল খেলা বোঝেন? তিনি কি জানেন ফুটবল দলের ড্রেসিংরুমের সংস্কৃতিটা সম্পর্কে!

মেক্সিকান বক্সার আলভারেজের একটা টুইট বিতর্ক ছড়িয়েছে। তিনি তাতে লিখেছেন, লিওনেল মেসি নাকি মেক্সিকোকে হারানোর পর দলটির জার্সির অবমাননা করেছেন ড্রেসিংরুমে। তিনি নাকি মেক্সিকান জার্সি দিয়ে ড্রেসিংরুমের মেঝে মুছেছেন। গত শনিবার রাতে লুসাইল স্টেডিয়ামে বাঁচা–মরার লড়াইয়ে মেক্সিকোকে ২–০ গোলে হারিয়ে বিশ্বকাপ স্বপ্নটা টিকিয়ে রেখেছে আর্জেন্টিনা।

আলভারেজের টুইটেই জবাবটা দিয়েছেন আগুয়েরো। তিনি বলেছেন, ‘নিশ্চিত করেই আপনি ফুটবল খেলা বোঝেন না, ড্রেসিংরুমের সংস্কৃতিটা বোঝেন না। সেখানে কী হয়, সে সম্পর্কে কোনো ধারণা নেই আপনার।’ আর্জেন্টিনার সাবেক তারকা মনে করেন, মেক্সিকান বক্সার অজুহাত খুঁজছেন।

আগুয়েরো লিখেছেন, ‘খেলা শেষে সব সময়ই ড্রেসিংরুমের মেঝেতে জার্সিগুলো স্তূপ করে রাখা হয়। জার্সি থেকে ঘাম ঝরানোর জন্যই এমনটা করা হয়। সেদিনও তেমনই ছিল, বুট খুলতে গিয়ে মেসির পা দুর্ঘটনাবশত সেখানে লেগে যায়।’

এর আগে আলভারেজ রীতিমতো মেসিকে হুমকি দিয়ে টুইট করেছেন, ‘মেসি যেন আমার সামনে না পড়ে।’ মেক্সিকান বক্সারের বক্তব্য, ‘আপনারা কি দেখেছেন, মেসি মেক্সিকোর জার্সি দিয়ে ড্রেসিংরুমের মেঝে পরিষ্কার করছিল? আমি যেমন আর্জেন্টিনাকে সম্মান করি, তেমনি আমি চাইব মেসিও মেক্সিকোকে সম্মান করবে। আর্জেন্টিনাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, আমার অভিযোগ ব্যক্তি মেসিকে নিয়ে।’

আলভারেজের টুইট দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মন্তব্য আসতে থাকে পক্ষে–বিপক্ষে। তবে আগুয়েরোর টুইটে জবাব না দিয়ে তিনি নতুন করে একটা টুইট করেন, ‘যেহেতু মেক্সিকোর জার্সি মাটিতে পড়ে ছিল, অসম্মান করার জন্য সেটিই যথেষ্ট। কোনটা ঠিক কোনটা বেঠিক, এ নিয়ে আমাকে জ্ঞান বিতরণ বন্ধ করুন।’

আগুয়েরোর সঙ্গে আলভারেজের ব্যক্তিগত সম্পর্ক এমনিতে দারুণ। গত বছর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আগুয়েরো যখন খেলা ছাড়লেন, তখন আলভারেজ টুইট করে সমবেদনা জানিয়েছিলেন। আগুয়েরোকে ‘অন্যতম সেরা ফুটবলার’ বলেছিলেন। আলভারেজকেও আগুয়েরো শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁর একটি বক্সিং ম্যাচ জয়ের পর।

 

ট্যাগস

মেসির মেক্সিকোর জার্সির অবমাননা বিতর্কে আগুয়েরো যা বললেন

আপডেট সময় ১১:৪৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

সের্হিও আগুয়েরোর প্রশ্ন, মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ কি ফুটবল খেলা বোঝেন? তিনি কি জানেন ফুটবল দলের ড্রেসিংরুমের সংস্কৃতিটা সম্পর্কে!

মেক্সিকান বক্সার আলভারেজের একটা টুইট বিতর্ক ছড়িয়েছে। তিনি তাতে লিখেছেন, লিওনেল মেসি নাকি মেক্সিকোকে হারানোর পর দলটির জার্সির অবমাননা করেছেন ড্রেসিংরুমে। তিনি নাকি মেক্সিকান জার্সি দিয়ে ড্রেসিংরুমের মেঝে মুছেছেন। গত শনিবার রাতে লুসাইল স্টেডিয়ামে বাঁচা–মরার লড়াইয়ে মেক্সিকোকে ২–০ গোলে হারিয়ে বিশ্বকাপ স্বপ্নটা টিকিয়ে রেখেছে আর্জেন্টিনা।

আলভারেজের টুইটেই জবাবটা দিয়েছেন আগুয়েরো। তিনি বলেছেন, ‘নিশ্চিত করেই আপনি ফুটবল খেলা বোঝেন না, ড্রেসিংরুমের সংস্কৃতিটা বোঝেন না। সেখানে কী হয়, সে সম্পর্কে কোনো ধারণা নেই আপনার।’ আর্জেন্টিনার সাবেক তারকা মনে করেন, মেক্সিকান বক্সার অজুহাত খুঁজছেন।

আগুয়েরো লিখেছেন, ‘খেলা শেষে সব সময়ই ড্রেসিংরুমের মেঝেতে জার্সিগুলো স্তূপ করে রাখা হয়। জার্সি থেকে ঘাম ঝরানোর জন্যই এমনটা করা হয়। সেদিনও তেমনই ছিল, বুট খুলতে গিয়ে মেসির পা দুর্ঘটনাবশত সেখানে লেগে যায়।’

এর আগে আলভারেজ রীতিমতো মেসিকে হুমকি দিয়ে টুইট করেছেন, ‘মেসি যেন আমার সামনে না পড়ে।’ মেক্সিকান বক্সারের বক্তব্য, ‘আপনারা কি দেখেছেন, মেসি মেক্সিকোর জার্সি দিয়ে ড্রেসিংরুমের মেঝে পরিষ্কার করছিল? আমি যেমন আর্জেন্টিনাকে সম্মান করি, তেমনি আমি চাইব মেসিও মেক্সিকোকে সম্মান করবে। আর্জেন্টিনাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, আমার অভিযোগ ব্যক্তি মেসিকে নিয়ে।’

আলভারেজের টুইট দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মন্তব্য আসতে থাকে পক্ষে–বিপক্ষে। তবে আগুয়েরোর টুইটে জবাব না দিয়ে তিনি নতুন করে একটা টুইট করেন, ‘যেহেতু মেক্সিকোর জার্সি মাটিতে পড়ে ছিল, অসম্মান করার জন্য সেটিই যথেষ্ট। কোনটা ঠিক কোনটা বেঠিক, এ নিয়ে আমাকে জ্ঞান বিতরণ বন্ধ করুন।’

আগুয়েরোর সঙ্গে আলভারেজের ব্যক্তিগত সম্পর্ক এমনিতে দারুণ। গত বছর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আগুয়েরো যখন খেলা ছাড়লেন, তখন আলভারেজ টুইট করে সমবেদনা জানিয়েছিলেন। আগুয়েরোকে ‘অন্যতম সেরা ফুটবলার’ বলেছিলেন। আলভারেজকেও আগুয়েরো শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁর একটি বক্সিং ম্যাচ জয়ের পর।

 


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471