ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএল: ফাইনালের আগে যাদের প্রতি সবার নজর

ফাইনালে যেই নায়ক হন না কেন, সবার নজরই বরিশালের মুনিম শাহরিয়ার, ডু প্লেসি, সাকিব, মঈন আলি ও মুস্তাফিজের দিকে? কে হাসবেন শেষ হাসি?

বিপিএলের রোমাঞ্চকর ফাইনালে এবার যোগ্য দল হিসেবেই জায়গা করে নিয়েছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালের মহারণে বরিশালের ব্যাটিং লাইনআপের ভিত গড়ে দিতে পারেন ক্রিস গেইল ও মুনিম শাহরিয়ার। মুনিম এবারের বিপিএলে শুরুটায় খেলতে পারেননি কোভিডের কারণে। শেষের দিকে বরিশালকে ফাইনালে তোলার পেছনের নায়ক ময়মনসিংহের এই তরুণ। গেইলকে ম্লান করে ছড়ি ঘুরিয়েছেন। বিপিএলে তার স্ট্রাইকরেট সবার নজর কেড়েছে এরই মধ্যে। ৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৭৮ রান। স্ট্রাইকরেট ১৬১ দশমিক আট এক। ফাইনালে কুমিল্লার চিন্তার কারণ হয়ে উঠতে পারেন ময়মনসিংহের এই বিস্ময় বালক।

ক্রিস গেইল এখনো তার সেরা ছন্দ খুঁজে পাননি। তবে সেটা খুঁজে পেলে যে কোনো দলের বিপক্ষেই গড়তে পারেন ত্রাসের রাজত্ব। বরিশালের মূল কাণ্ডারি সাকিব এ আসরে ছুটছেন দুর্দান্ত গতিতে। অলরাউন্ড নৈপুণ্যে এগিয়ে নিচ্ছেন দলকে। ব্যাট হাতে দশ ম্যাচে সাকিবের রান ২৭৭। বল হাতে দশ ম্যাচে সাকিবের উইকেট ১৫টি। ফাইনালে সাকিব ধারাবাহিকভাবে জ্বলে উঠলে শিরোপা ঠেকানো দায় হবে কুমিল্লার।

বল হাতে কুমিল্লার আরেক তুরুপের তাস ক্যারিবিয়ান ডোয়াইন ব্রাভো। ৯ ম্যাচে তার উইকেট ১৭টি। প্রতিপক্ষ কুমিল্লার ব্যাট হাতে মূল ভরসা দক্ষিণ আফ্রিকান ফাফ ডু প্লেসি। ১০ ম্যাচে ডু প্লেসির ব্যাটে এসেছে ২৯২ রান। ডু প্লেসির মতোই কুমিল্লার আরেক কাণ্ডারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয়। দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লার স্বপ্ন যাত্রার অন্যতম সঙ্গী জয়। দশ ম্যাচ খেলে জয়ের ব্যাট থেকে এসেছে ২২৭ রান।

বল হাতে কুমিল্লার হয়ে একাই প্রতিপক্ষের জন্য ত্রাসের রাজত্ব কায়েম করতে পারেন পেসার মুস্তাফিজুর রহমান। দশ ম্যাচে কাটার মাস্টার প্রতিপক্ষ দলের উইকেট শিকার করেছেন ১৮টি। এবারের আসরে ফাইনালের আগ পর্যন্ত সবচেয়ে বেশি উইকেও তার দখলে। ইংলিশ অলাউন্ডার মঈন আলীও ব্যাট হাতে আলো ছড়ানোরে পাশাপাশি বল হাতেও সফলতা পেয়েছেন। ফাইনালেও মুখিয়ে আছেন দলকে শিরোপা উপহার দিতে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বিপিএল: ফাইনালের আগে যাদের প্রতি সবার নজর

আপডেট সময় ১০:০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২

ফাইনালে যেই নায়ক হন না কেন, সবার নজরই বরিশালের মুনিম শাহরিয়ার, ডু প্লেসি, সাকিব, মঈন আলি ও মুস্তাফিজের দিকে? কে হাসবেন শেষ হাসি?

বিপিএলের রোমাঞ্চকর ফাইনালে এবার যোগ্য দল হিসেবেই জায়গা করে নিয়েছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালের মহারণে বরিশালের ব্যাটিং লাইনআপের ভিত গড়ে দিতে পারেন ক্রিস গেইল ও মুনিম শাহরিয়ার। মুনিম এবারের বিপিএলে শুরুটায় খেলতে পারেননি কোভিডের কারণে। শেষের দিকে বরিশালকে ফাইনালে তোলার পেছনের নায়ক ময়মনসিংহের এই তরুণ। গেইলকে ম্লান করে ছড়ি ঘুরিয়েছেন। বিপিএলে তার স্ট্রাইকরেট সবার নজর কেড়েছে এরই মধ্যে। ৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৭৮ রান। স্ট্রাইকরেট ১৬১ দশমিক আট এক। ফাইনালে কুমিল্লার চিন্তার কারণ হয়ে উঠতে পারেন ময়মনসিংহের এই বিস্ময় বালক।

ক্রিস গেইল এখনো তার সেরা ছন্দ খুঁজে পাননি। তবে সেটা খুঁজে পেলে যে কোনো দলের বিপক্ষেই গড়তে পারেন ত্রাসের রাজত্ব। বরিশালের মূল কাণ্ডারি সাকিব এ আসরে ছুটছেন দুর্দান্ত গতিতে। অলরাউন্ড নৈপুণ্যে এগিয়ে নিচ্ছেন দলকে। ব্যাট হাতে দশ ম্যাচে সাকিবের রান ২৭৭। বল হাতে দশ ম্যাচে সাকিবের উইকেট ১৫টি। ফাইনালে সাকিব ধারাবাহিকভাবে জ্বলে উঠলে শিরোপা ঠেকানো দায় হবে কুমিল্লার।

বল হাতে কুমিল্লার আরেক তুরুপের তাস ক্যারিবিয়ান ডোয়াইন ব্রাভো। ৯ ম্যাচে তার উইকেট ১৭টি। প্রতিপক্ষ কুমিল্লার ব্যাট হাতে মূল ভরসা দক্ষিণ আফ্রিকান ফাফ ডু প্লেসি। ১০ ম্যাচে ডু প্লেসির ব্যাটে এসেছে ২৯২ রান। ডু প্লেসির মতোই কুমিল্লার আরেক কাণ্ডারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয়। দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লার স্বপ্ন যাত্রার অন্যতম সঙ্গী জয়। দশ ম্যাচ খেলে জয়ের ব্যাট থেকে এসেছে ২২৭ রান।

বল হাতে কুমিল্লার হয়ে একাই প্রতিপক্ষের জন্য ত্রাসের রাজত্ব কায়েম করতে পারেন পেসার মুস্তাফিজুর রহমান। দশ ম্যাচে কাটার মাস্টার প্রতিপক্ষ দলের উইকেট শিকার করেছেন ১৮টি। এবারের আসরে ফাইনালের আগ পর্যন্ত সবচেয়ে বেশি উইকেও তার দখলে। ইংলিশ অলাউন্ডার মঈন আলীও ব্যাট হাতে আলো ছড়ানোরে পাশাপাশি বল হাতেও সফলতা পেয়েছেন। ফাইনালেও মুখিয়ে আছেন দলকে শিরোপা উপহার দিতে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471