ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আদেশ রোববার; বিক্ষোভ চলমান

স্টাফ রিপোর্টারঃ   বাংলাদেশের শীর্ষ স্থানীয় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে জামিন দেওয়া হয়নি।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চ্যুয়ালি জামিন শুনানি হয়। পরে রোববার আদেশ দেওয়ার কথা জানান আদালত।

রোজিনা ইসলাম গত সোমবার দুপুরের পর পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সেখানকার কর্মকর্তারা তাঁকে একটি কক্ষে আটকে রাখেন। তাকে হেনস্থা করেন, তার মবাইল ফোন কেরে নেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লেও তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। প্রায় ছয় ঘণ্টা পর রাত সাড়ে আটটার দিকে রোজিনাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে রাত পৌনে ১২টার দিকে তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। সারারাত রোজিনাকে থানা হাজতে রেখে মঙ্গলবার আদালতে হাজির করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। অন্যদিকে রোজিনা ইসলামের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবীরা। ওই দিন শুনানি নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ড আবেদন নাকচ করেন এবং রোজিনার জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য আজ ২০ মে দিন ধার্য করে একজন অসুস্থ মহিলা সাংবাদিক  রোজিনাকে কারাগারে পাঠানো হয়।

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধিতে করা এই মামলার তদন্তের দায়িত্ব গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) দেওয়া হয়েছে। ডিবির রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক বলেন, মামলাটির তদন্তভার তাঁরা পেয়েছেন। এখন তাঁরা শাহবাগ থানা থেকে নথিপত্র বুঝে নেবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা মামলায় আজ আদালতে রোজিনা ইসলামের জামিন শুনানিতে অংশ নেন তাঁর আইনজীবীরা। আদালতের সামনে গণমাধ্যমকর্মীরা ভিড় করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে ছিলেন। আদালতের বাইরে অপেক্ষায় ছিলেন রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম ও স্বজনেরা।

রোজিনা ইসলামের আইনজীবী এহসানুল হক সমাজী জনান, রোজিনা ইসলাম ন্যায়বিচার পাবেন বলে ইতিমধ্যে আইনমন্ত্রী আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, রোজিনা ইসলাম একজন নারী, তিনি অসুস্থ, সর্বোপরি তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা ত্রুটিপূর্ণ। জামিন অযোগ্য অপরাধের উপাদান এজাহারে প্রকাশিত না হওয়ায় রোজিনা ইসলাম জামিন পাওয়ার যোগ্য।

এদিকে, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে আজও বিক্ষোভ করেছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

সমাবেশের সাংবাদিক নেতারা বলেন, অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দিতে হবে। তার বিরুদ্ধে দায়ের করা অফিসিয়াল সিক্রেটস আইনের মামলা প্রত্যাহার করতে হবে।

সরকার সমর্থক এ সংগঠনের নেতারা বলেন, রোজিনা ইসলামের ওপর যে অন্যায় হয়েছে, আমরা মনে করি সংবাদ মাধ্যমের ওপর এ এক বর্বরোচিত হামলা। আমরা এর নিন্দা জানাই। আজ সেই কারণে সমগ্র বাংলাদেশের সাংবাদিক সমাজ ফুঁসে উঠেছে। বুঝতে পেরেছে, সাংবাদিকদের ভয় দেখিয়ে, রুমে আটকে রেখে স্তব্ধ করা যাবে না।

এসময় সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান নেতারা।

ট্যাগস

সর্বাধিক পঠিত

সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আদেশ রোববার; বিক্ষোভ চলমান

আপডেট সময় ০৬:২৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১

স্টাফ রিপোর্টারঃ   বাংলাদেশের শীর্ষ স্থানীয় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে জামিন দেওয়া হয়নি।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চ্যুয়ালি জামিন শুনানি হয়। পরে রোববার আদেশ দেওয়ার কথা জানান আদালত।

রোজিনা ইসলাম গত সোমবার দুপুরের পর পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সেখানকার কর্মকর্তারা তাঁকে একটি কক্ষে আটকে রাখেন। তাকে হেনস্থা করেন, তার মবাইল ফোন কেরে নেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লেও তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। প্রায় ছয় ঘণ্টা পর রাত সাড়ে আটটার দিকে রোজিনাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে রাত পৌনে ১২টার দিকে তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। সারারাত রোজিনাকে থানা হাজতে রেখে মঙ্গলবার আদালতে হাজির করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। অন্যদিকে রোজিনা ইসলামের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবীরা। ওই দিন শুনানি নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ড আবেদন নাকচ করেন এবং রোজিনার জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য আজ ২০ মে দিন ধার্য করে একজন অসুস্থ মহিলা সাংবাদিক  রোজিনাকে কারাগারে পাঠানো হয়।

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধিতে করা এই মামলার তদন্তের দায়িত্ব গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) দেওয়া হয়েছে। ডিবির রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক বলেন, মামলাটির তদন্তভার তাঁরা পেয়েছেন। এখন তাঁরা শাহবাগ থানা থেকে নথিপত্র বুঝে নেবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা মামলায় আজ আদালতে রোজিনা ইসলামের জামিন শুনানিতে অংশ নেন তাঁর আইনজীবীরা। আদালতের সামনে গণমাধ্যমকর্মীরা ভিড় করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে ছিলেন। আদালতের বাইরে অপেক্ষায় ছিলেন রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম ও স্বজনেরা।

রোজিনা ইসলামের আইনজীবী এহসানুল হক সমাজী জনান, রোজিনা ইসলাম ন্যায়বিচার পাবেন বলে ইতিমধ্যে আইনমন্ত্রী আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, রোজিনা ইসলাম একজন নারী, তিনি অসুস্থ, সর্বোপরি তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা ত্রুটিপূর্ণ। জামিন অযোগ্য অপরাধের উপাদান এজাহারে প্রকাশিত না হওয়ায় রোজিনা ইসলাম জামিন পাওয়ার যোগ্য।

এদিকে, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে আজও বিক্ষোভ করেছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

সমাবেশের সাংবাদিক নেতারা বলেন, অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দিতে হবে। তার বিরুদ্ধে দায়ের করা অফিসিয়াল সিক্রেটস আইনের মামলা প্রত্যাহার করতে হবে।

সরকার সমর্থক এ সংগঠনের নেতারা বলেন, রোজিনা ইসলামের ওপর যে অন্যায় হয়েছে, আমরা মনে করি সংবাদ মাধ্যমের ওপর এ এক বর্বরোচিত হামলা। আমরা এর নিন্দা জানাই। আজ সেই কারণে সমগ্র বাংলাদেশের সাংবাদিক সমাজ ফুঁসে উঠেছে। বুঝতে পেরেছে, সাংবাদিকদের ভয় দেখিয়ে, রুমে আটকে রেখে স্তব্ধ করা যাবে না।

এসময় সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান নেতারা।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471