ডেক্স রিপোর্ট :আইপিএল তার ব্যাটে রানের ফুলঝুরি ছুটেছে। তবুও জাতীয় নির্বাচকদের নজর কাড়তে পারলেন না ভারতীয় ওপেনার পৃথ্বী শ্ব। তবে কি এই ওপেনারের প্রতি আস্থা হারিয়ে ফেললেন নির্বাচকরা? এমন প্রশ্ন উঁকি দেওয়াটাই এখন স্বাভাবিক।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ৩০ সদস্যের দলেও যে জায়গা হয়নি এই ব্যাটসম্যানের। তবে তার জায়গা না পাওয়ার অন্যতম বড় কারণ হিসেবে তার অতিরিক্ত ওজনকে দায়ী করছেন ভারতীয় নির্বাচকরা।
গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ রানের বিপর্যয়ের পর দল থেকে বাদ পড়েছিলেন পৃথ্বী। এরপর থেকে যেন রানের বন্যা বইয়ে দিয়েছেন এই ব্যাটসম্যান। বিজয় হাজারে ট্রফিতে করেছেন ৮ শতাধিক রান। এরপর আইপিএলে করেছেন ৭ ম্যাচে ৩০৮ রান।
ভারতীয় নির্বাচকদের পক্ষ থেকে বলা হয়, পৃথ্বী রানিং বিটুইন দ্য উইকেটে খুব একটা গতিশীল নয়। তার আরও ওজন কমানো দরকার। যদিও সে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আশা করি পৃথ্বী তার সমস্যার সমাধান করবে।
ওজনের কমানোর পাশাপাশি পৃথ্বীকে আরও ধারাবাহিক হওয়ার পরামর্শ দিয়েছেন নির্বাচকরা।