সম্প্রতি ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোর বর্বর বিমান ও ড্রোন হামলায় অসংখ্য মানুষ হতাহত হওয়ার পর এক সাংবাদিক সম্মেলনে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তীব্র ভাষায় সমালোচনা করে বলেছেন, “পুতিন একেবারে পাগল হয়ে গেছেন।”
একইসঙ্গে তিনি রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিতও দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে দায়ী করেছেন এবং মস্কোর ওপর আরও কঠোর চাপের আহ্বান জানিয়েছেন।
রোববার (২৫ মে) রাতে রাশিয়া ইউক্রেনের ওপর ৩৬৭টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যাতে কমপক্ষে ১২ জন নিহত হয় এবং আরও অনেকে আহত হন। এটি ২০২২ সালের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর পর এক রাতে সবচেয়ে বড় আক্রমণ। সোমবার ভোরেও ইউক্রেনজুড়ে নতুন করে সাইরেন বাজে, খারকিভে ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত তিনজন আহত হন।
নিউ জার্সিতে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমি পুতিনকে বহু বছর ধরে চিনি, সবসময় ভালো সম্পর্ক ছিল।কিন্তু এখন সে শহরে রকেট পাঠিয়ে মানুষ মারছে—আমি এটা পছন্দ করি না।” এরপর নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ আরও কড়া ভাষায় ট্রাম্প লেখেন, “পুতিন একেবারে পাগল হয়ে গেছে।” তিনি দাবি করেন, পুতিন কেবল ইউক্রেনের একটি অংশ নয়, পুরো দেশটাই দখল করতে চান, যা শেষমেশ রাশিয়ার পতনের কারণ হতে পারে।
তবে শুধু পুতিন নন, জেলেনস্কিকেও তুলোধুনো করেছেন ট্রাম্প। তার মতে, জেলেনস্কি যেভাবে প্রকাশ্যে কথা বলেন, তা তার দেশের জন্য ক্ষতিকর। তিনি বলেন, “ওর মুখ থেকে যা বেরোয়, তা শুধু সমস্যা তৈরি করছে। এটা আমি পছন্দ করি না এবং এটা বন্ধ হওয়া দরকার।” যদিও প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন নিষেধাজ্ঞা বাড়ানোর ইঙ্গিত দিলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইউক্রেনে চলমান সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা বিশ্বকে নতুন এক সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে।