ভারতের হায়দরাবাদে আইকনিক চারমিনারে কাছে এক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ শিশু ও ৫ নারীসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, জানিয়েছে এনডিটিভি।
দমকল বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, তারা রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। আগুন নেভাতে ১১টি ফায়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যে ভবনে আগুন লেগেছে সেটির নাম ‘গুলজার হাউজ’। বাড়িটির নিচে সোনার অলঙ্কারের বেশ কয়েকটি দোকান ছিল। দোকানদারদের পরিবারের সদস্যরা থাকতেন উপরতলায়।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি এ ঘটনায় ‘স্তব্ধ’ হওয়ার কথা জানিয়ে আহতদের সেরা চিকিৎসা নিশ্চিতে নির্দেশ দিয়েছেন।
এনডিটিভি লিখেছে, যে এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে সারি সারি জুয়েলারি দোকান আছে, এসব দোকানের অনেকগুলো শতাব্দীপুরনো এবং একে অপরের গা ঘেঁষে অবস্থিত।
তেলেঙ্গানার মন্ত্রী পুনম প্রভাকর জানিয়েছেন, সব মৃতদেহ উদ্ধার করে সেগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ড নিয়ে রাজ্য সরকার শিগগিরই সব তথ্য জানাবে।
এ ঘটনায় শোক জানিয়ে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।