ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে বিশেষ অভিযানে আরও ১৬৪৭ জন গ্রেফতার

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে মোট ১ হাজার ৬৪৭ জনকে।

মঙ্গলবার (১৩ মে) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৪ জন। এছাড়া অন্যান্য অভিযোগে আরও ৬৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি এলজি (স্থানীয় অস্ত্র) উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দফতর জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এই বিশেষ অভিযান চলমান থাকবে।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, “অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। বিভিন্ন মামলার পলাতক আসামি, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান আরও জোরদার করা হবে।”

ট্যাগস

সারাদেশে বিশেষ অভিযানে আরও ১৬৪৭ জন গ্রেফতার

আপডেট সময় ০৩:২৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে মোট ১ হাজার ৬৪৭ জনকে।

মঙ্গলবার (১৩ মে) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৪ জন। এছাড়া অন্যান্য অভিযোগে আরও ৬৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি এলজি (স্থানীয় অস্ত্র) উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দফতর জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এই বিশেষ অভিযান চলমান থাকবে।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, “অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। বিভিন্ন মামলার পলাতক আসামি, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান আরও জোরদার করা হবে।”