ইসরায়েলের ভেতরকার নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী ১৫ জুন তিনি দায়িত্ব ছাড়বেন।
আজ মঙ্গলবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করে রোনেন বার এ সিদ্ধান্ত নিয়েছেন।
টাইমস অব ইসরায়েল আরও জানায়, গত মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সুপারিশে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভা বারের বরখাস্তের সিদ্ধান্ত নেয়। বর্তমানে সেই সিদ্ধান্ত দেশটির সর্বোচ্চ আদালত হাই কোর্টে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে।
নেতানিয়াহু তার বক্তব্যে জানান, হামলার আগে গোয়েন্দা ত্রুটির জন্য তিনি বারের ওপর থেকে আস্থা হারিয়েছেন এবং তাকে তীব্রভাবে সমালোচনা করেছেন। অন্যদিকে, বার অভিযোগ করেন, তার বরখাস্তের সিদ্ধান্ত রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যে নেওয়া হয়েছে এবং তা নৈতিকতার পরিপন্থী।
এর আগে, গত বছর ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিভাও পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। হামাসের ৭ অক্টোবরের হামলার গোয়েন্দা ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘সামরিক গোয়েন্দা অধিদপ্তরের প্রধান ৭ অক্টোবরের নজিরবিহীন হামলার গোয়েন্দা ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘মেজর জেনারেল আহারন হালিভা তার মেয়াদ শেষে প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। প্রচলিত নিয়ম ও পেশাদারিত্বের ধারায় নতুন গোয়েন্দাপ্রধান নিয়োগ করা হবে।’