কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটেছে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, ভোরে ওই তিন যুবক ট্রেন কাটা পড়েন।
পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করার চেষ্টা করছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে ওই তিন যুবক ট্রেনে কাটা পড়ে থাকতে পারেন। তবে কোন ট্রেনে কাটা পড়েছে বিষয়টি জানার চেষ্টা চলছে।
খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করেছে।