বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ করা যাবে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
রবিবার এক আদেশে এ তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আদেশে বলা হয়, বাংলাদেশের পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুণরায় বহাল করা হয়েছে।
আরও বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আগের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত’।
তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে কোনো ঘোষণা ছাড়াই সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়।