ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক। এর ফলে গাজাজুড়ে নিহতের সংখ্যা দাঁড়াল প্রায় ৫১ হাজারে। ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, আহতের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ২৭৪-এ। বাস্তব চিত্র আরও ভয়াবহ। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা বহু মানুষ এখনও উদ্ধার হয়নি। সড়কে ও ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির নিচে পড়ে রয়েছেন অনেকেই, যাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতেও পারছেন না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ১৮ মার্চ গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬১৩ ফিলিস্তিনি নিহত এবং আরও ৪ হাজার ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। ইসরায়েলের বর্বর এ হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইসরায়েলের এ টানা হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। একই সঙ্গে অঞ্চলটির প্রায় ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে হাসপাতাল, স্কুল, আবাসিক ভবন এবং পানি-বিদ্যুৎ সরবরাহের গুরুত্বপূর্ণ স্থাপনাও।

এ মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং গাজার অসহায় মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছে। তবে অবরুদ্ধ অবস্থা ও লাগাতার হামলার কারণে সহায়তা পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে।

ট্যাগস

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ১২:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক। এর ফলে গাজাজুড়ে নিহতের সংখ্যা দাঁড়াল প্রায় ৫১ হাজারে। ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, আহতের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ২৭৪-এ। বাস্তব চিত্র আরও ভয়াবহ। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা বহু মানুষ এখনও উদ্ধার হয়নি। সড়কে ও ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির নিচে পড়ে রয়েছেন অনেকেই, যাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতেও পারছেন না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ১৮ মার্চ গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬১৩ ফিলিস্তিনি নিহত এবং আরও ৪ হাজার ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। ইসরায়েলের বর্বর এ হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইসরায়েলের এ টানা হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। একই সঙ্গে অঞ্চলটির প্রায় ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে হাসপাতাল, স্কুল, আবাসিক ভবন এবং পানি-বিদ্যুৎ সরবরাহের গুরুত্বপূর্ণ স্থাপনাও।

এ মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং গাজার অসহায় মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছে। তবে অবরুদ্ধ অবস্থা ও লাগাতার হামলার কারণে সহায়তা পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে।