ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সাদা পোশাকে ডিবি আর কাউকে গ্রেপ্তার করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এবার ভারতে এইচএমপিভি-তে আক্রান্ত দুই শিশু Logo ‘স্কাই ফোর্স’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলতে চান অক্ষয় কুমার Logo অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক হোসেন Logo উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া Logo দুপুরে জানাজার পর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন প্রবীর মিত্র Logo ভিসা ও ইকামার ফি বাড়াল সৌদি আরব Logo রাতের আঁধারে ইউক্রেনে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার Logo ১৫ পুলিশ হত্যা মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস Logo দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা

গাজাবাসীর প্রতি তুরস্কের ভালোবাসা ইতিহাসে লেখা থাকবে: এরদোগান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবাসীর প্রতি তুরস্কের ন্যায়সঙ্গত অবস্থান এবং ভালোবাসা ইতিহাসে লেখা থাকবে, যেমনটি সিরিয়ার ক্ষেত্রে হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ইস্তাম্বুলে এক সমাবেশে এ মন্তব্য করেন। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি সাফাকের।

ইস্তাম্বুলে তিনি তুর্কি রপ্তানিকারকদের সমাবেশে বলেন, সিরিয়ার মতোই গাজা নিয়ে তার দেশের ন্যায়পরায়ণ অবস্থান ইতিহাসে লেখা থাকবে। সিরিয়ার ক্ষেত্রে আমরা সঠিক প্রমাণিত হয়েছি, ইতিহাস গাজা সংকটেও আমাদের ন্যায়সঙ্গত অবস্থানকে স্বীকৃতি দেবে।ইসরায়েলের সঙ্গে তার দেশের বাণিজ্যিক সম্পর্ক শতভাগ ছিন্ন করার কথা উল্লেখে এরদোগান বলেন, তুরস্ক একমাত্র দেশ, যে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য পুরোপুরি বন্ধ করেছে।

২০২৩ সালের মে মাসে তুরস্ক ইসরায়েলের সঙ্গে প্রায় ৯.৫ বিলিয়ন ডলার মূল্যের বাণিজ্য স্থগিত করে। কঠিন এই সিদ্ধান্তটি গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে তুরস্কের অবস্থান স্পষ্ট করতে নেয়া হয়।সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রায় ২৫ বছর ক্ষমতায় ছিলেন। গত ৮ ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠীগুলোর দামেস্ক দখলের পর তিনি রাশিয়ায় পালিয়ে গিয়ে আশ্রয় নেন। এর মধ্য দিয়ে সিরিয়ায় ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি বাধার কারণে ফিলিস্তিনে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

ট্যাগস

সাদা পোশাকে ডিবি আর কাউকে গ্রেপ্তার করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজাবাসীর প্রতি তুরস্কের ভালোবাসা ইতিহাসে লেখা থাকবে: এরদোগান

আপডেট সময় ০২:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবাসীর প্রতি তুরস্কের ন্যায়সঙ্গত অবস্থান এবং ভালোবাসা ইতিহাসে লেখা থাকবে, যেমনটি সিরিয়ার ক্ষেত্রে হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ইস্তাম্বুলে এক সমাবেশে এ মন্তব্য করেন। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি সাফাকের।

ইস্তাম্বুলে তিনি তুর্কি রপ্তানিকারকদের সমাবেশে বলেন, সিরিয়ার মতোই গাজা নিয়ে তার দেশের ন্যায়পরায়ণ অবস্থান ইতিহাসে লেখা থাকবে। সিরিয়ার ক্ষেত্রে আমরা সঠিক প্রমাণিত হয়েছি, ইতিহাস গাজা সংকটেও আমাদের ন্যায়সঙ্গত অবস্থানকে স্বীকৃতি দেবে।ইসরায়েলের সঙ্গে তার দেশের বাণিজ্যিক সম্পর্ক শতভাগ ছিন্ন করার কথা উল্লেখে এরদোগান বলেন, তুরস্ক একমাত্র দেশ, যে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য পুরোপুরি বন্ধ করেছে।

২০২৩ সালের মে মাসে তুরস্ক ইসরায়েলের সঙ্গে প্রায় ৯.৫ বিলিয়ন ডলার মূল্যের বাণিজ্য স্থগিত করে। কঠিন এই সিদ্ধান্তটি গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে তুরস্কের অবস্থান স্পষ্ট করতে নেয়া হয়।সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রায় ২৫ বছর ক্ষমতায় ছিলেন। গত ৮ ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠীগুলোর দামেস্ক দখলের পর তিনি রাশিয়ায় পালিয়ে গিয়ে আশ্রয় নেন। এর মধ্য দিয়ে সিরিয়ায় ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি বাধার কারণে ফিলিস্তিনে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।