সচিবালয়ের নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে। তার স্থলে পদায়ন করা হয়েছে উপ-কমিশনার মো. বিল্লাল হোসেনকে।রবিবার (২৯ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এ বদলি করা হয়।
অফিস আদেশে বলা হয়, উপ-পুলিশ কমিশনার (ডিসি) তানভীরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণে বদলি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।এর আগে গত ২৫ ডিসেম্বর রাত পৌনে ২টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ওই ভবনের ৬, ৭, ৮ ও ৯ তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় পাঁচটি মন্ত্রণালয়ের অধিকাংশ নথি পুড়ে যায়।
ওই ভবনেই অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দফতর রয়েছে।