বিএনপি কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এক শ্রমীক লীগ নেতাকে বিশেষ অতিথি করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার নাম আবুল কালাম। তিনি উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক।
জানা গেছে, শনিবার(১৪ডিসেম্বর) সন্ধ্যায় পটুয়াখালীর বাউফলের,মদনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চন্দ্রপাড়া চৌরাস্তার পশ্চিম পাশে মুন্সী বাড়ির সামনে বিএনপির এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।কার্যালয়ের উদ্বোধন করেন মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন। এসময় একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন উপস্থিত ছিলেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সহযোগি সংগঠন উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। তাকে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে পরিচয় করিয়ে দেয়া হয়।
শ্রমীক লীগে সম্পাদক আবুল কালাম আজাদ উপজেলা আওয়ামী লীগের একজন ডোনার হিসাবে পরিচিত। তিনি আওয়ামী লীগের সময়ে পল্লী বিদ্যুতের ঠিকাদার ছিলেন।নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার কয়েকজন বিএনপির কর্মী অভিযোগ করেন, বিগত সময়ে এই শ্রমীক লীগ নেতা বিএনপির নেতাকর্মীদের হয়রানী করেছেন, বিভিন্ন মামলায় আসামী করেছেন তাকে বিএনপির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রন জানানোর কারণে বিএনপির নেতাকর্মীদের ও সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শ্রমীক লীগ নেতা আবুল কালাম আজাদ খুব শিগ্রই বিএনপিতে যোগ দিচ্ছেন।
আর এ কারণেই বিএনপির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে আমন্ত্রন জানানো হয়েছে।এক বিএনপির কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রমীক লীগ নেতা আবুল কালাম অনেক টাকার মালিক। এখন পিট বাঁচাতে বিএনপি নেতাদের ম্যানেজ করে চলছেন। শুধু তাই নয়, গুঞ্জন রয়েছে অতি শিগ্রই তিনি বিএনপিতে যোগদান করবেন।এ ব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, বিষয়টি আমার জানা নেই।