ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে পলাতক স্বৈরাচার: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে। জনমত তৈরির চেষ্টা করছে। জানান, তার দলের বিশ্বাস, বাংলাদেশের স্বার্থ পরিপন্থী কোন কাজ ভারত তাদের দেশের মাটিতে করতে দেবে না।  

সোমবার (২১ অক্টোবর) দীর্ঘ এক যুগ পর দেশে ফেরা যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।  এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার, গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।বলেন সংখ্যানুপাতিক নয় সংবিধানের প্রচলিত নিয়ম অনুযায়ী নির্বাচন হবে। এ বিষয়ে ব্যক্তি মত চাপিয়ে দেয়ার কোন সুযোগ নেই।

এসময় দ্রুত নির্বাচনের দাবিও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, দূর থেকে আওয়ামী লীগের লোকজন মাঠে নামতে চাইলেও তার কোনো বাস্তব ভিত্তি নেই। এসময় আগামীর রাষ্ট্র গঠনে প্রবাসীরা ভূমিকা রাখবে জানিয়ে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ জানান, খুব শিগগিরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি নেতা আনজুমান, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও লন্ডন বিএনপির সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুর রউফ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহজ্জামান সোহেল,সুজাত রেজা,ড,মজিবর রহমান,ফৈরদুস আলম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন ,নাজমুল হক লিটন, সালেহ গজনবী, ইকবাল হোসেন, ফখরুল ইসলাম বাদল প্রমুখ। বিএনপি নেতা কয়সর এম আহমেদ যুক্তরাজ্য থেকে ৮৫ জন নেতাকর্মী নিয়ে বাংলাদেশে আসেন। আগামীকাল তিনি সকাল ১০ টায় সুনামগঞ্জের উদ্যোশে ঢাকা ত্যাগ করবেন। তিনি প্রায় ২ সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন।

ট্যাগস

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে পলাতক স্বৈরাচার: ডা. জাহিদ

আপডেট সময় ০১:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে। জনমত তৈরির চেষ্টা করছে। জানান, তার দলের বিশ্বাস, বাংলাদেশের স্বার্থ পরিপন্থী কোন কাজ ভারত তাদের দেশের মাটিতে করতে দেবে না।  

সোমবার (২১ অক্টোবর) দীর্ঘ এক যুগ পর দেশে ফেরা যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।  এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার, গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।বলেন সংখ্যানুপাতিক নয় সংবিধানের প্রচলিত নিয়ম অনুযায়ী নির্বাচন হবে। এ বিষয়ে ব্যক্তি মত চাপিয়ে দেয়ার কোন সুযোগ নেই।

এসময় দ্রুত নির্বাচনের দাবিও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, দূর থেকে আওয়ামী লীগের লোকজন মাঠে নামতে চাইলেও তার কোনো বাস্তব ভিত্তি নেই। এসময় আগামীর রাষ্ট্র গঠনে প্রবাসীরা ভূমিকা রাখবে জানিয়ে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ জানান, খুব শিগগিরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি নেতা আনজুমান, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও লন্ডন বিএনপির সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুর রউফ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহজ্জামান সোহেল,সুজাত রেজা,ড,মজিবর রহমান,ফৈরদুস আলম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন ,নাজমুল হক লিটন, সালেহ গজনবী, ইকবাল হোসেন, ফখরুল ইসলাম বাদল প্রমুখ। বিএনপি নেতা কয়সর এম আহমেদ যুক্তরাজ্য থেকে ৮৫ জন নেতাকর্মী নিয়ে বাংলাদেশে আসেন। আগামীকাল তিনি সকাল ১০ টায় সুনামগঞ্জের উদ্যোশে ঢাকা ত্যাগ করবেন। তিনি প্রায় ২ সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন।