কয়েক দিন ধরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সামনের সড়কে আন্দোলন করে আসছিলেন সাকিববিরোধী এবং সাকিব ভক্তরা। গতকাল দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। তবে আজ পরিস্থিতি ভিন্ন। কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে শের-ই-বাংলা স্টেডিয়ামের সামনের এই সড়ক।
নিরাপত্তায় নিয়োজিত আছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। সাধারণ মানুষের চলাচল যেমন সীমিত করে ফেলা হয়েছে, তেমনি বিশৃঙ্খলা এড়াতে দোকানপাট ও বন্ধ করে রাখতে বলা হয়েছে। নিরাপত্তারক্ষীদের কড়া বেষ্টনী ভেদ করে সংবাদকর্মী ও টিকিটধারী দর্শক বাদে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। ক্ষেত্রবিশেষে সেখানেও আসছে বাধা।এর আগে বিভিন্ন সিরিজে, বিশেষ করে টেস্টে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিনা টিকিটে খেলা দেখার সুযোগ করে দিয়েছিল বিসিবি।
তবে আজ সেটাও হচ্ছে না। এই কারণে শিক্ষার্থীরা বিক্ষোভও করে।দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা সেখান থেকে তাদের সরিয়ে দেন।পরে অবশ্য বিসিবি সিদ্ধান্ত নেয় অর্ধেক দামে তাদের টিকিট দেওয়ার।ফলে প্রথম দিকে একদম ফাঁকা থাকলেও এখন গ্যালারিতে দর্শকদের আনাগোনা বেড়েছে। অবশ্য প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে এই প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ তিন উইকেটে ৯১ রান।