অস্ট্রেলিয়ায় টানা ১৬ টেস্ট জয়ের মুখ দেখেনি ওয়েস্ট ইন্ডিজ। সময়ের হিসেবে প্রায় ২৭ বছর। সর্বশেষ টেস্ট জয় সেই ১৯৯৭ সালে। এসব বাস্তবতা মাথায় রেখে আগামী ১৭ জানুয়ারি থেকে দুই দলের আরেকটি টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে।
এই সিরিজটি কি ওয়েস্ট ইন্ডিজের জন্য হতাশার আরেকটি গল্প হবে নাকি নতুন ইতিহাস লিখবে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল, সেটা সময়ই বলে দেবে। তবে ইতিহাস বদলাতে আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্র্যাথওয়েট। সিরিজ সামনে রেখে বেশ আগেভাগেই অস্ট্রেলিয়ায় পা রাখে ক্যারিবিয়ানরা। অনুশীলন ক্যাম্পের সঙ্গে ব্র্যাথওয়েটরা খেলেন একটি প্রস্তুতি ম্যাচও।
প্রস্তুতি ম্যাচ থেকে একাদশ নিয়ে ধারণা পেয়েছেন জানিয়ে ব্র্যাথওয়েট বলেছেন, ‘একাদশ নিয়ে আমি মোটামুটি পরিষ্কার একটা ধারণা পেয়েছি । অনুশীলন ক্যাম্প এবং প্রস্তুতি ম্যাচে ছেলেরা যেভাবে নিজেদের মেলে ধরেছে, তাতে আমি খুশি। এখন আসল কাজ, পরের সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজকে গর্বিত করার।’
প্রথম টেস্টের ভেন্যু অ্যাডিলেড ওভালে লম্বা সময় ধরে অনুশীলন করার সুযোগ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এমন সুযোগ-সুবিধা পেয়ে খুশি ব্র্যাথওয়েট, ‘অ্যাডিলেডে লম্বা সময় ধরে অনুশীলন করতে পারা, পিচ, কন্ডিশন ও সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাওয়া আমাদের জন্য দারুণ। দল হিসেবে আমরা খুবই সন্তুষ্ট। এখানকার সুযোগ-সুবিধা অসাধারণ এবং ছেলেরা তা যতটা সম্ভব ভালোভাবে কাজে লাগিয়েছে।’