ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা Logo আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার Logo আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন বাহারুল আলম Logo সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি ভয়াবহ হামলায়, নিহত ৩৬, আহত ৫০ Logo ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় চালকদের বিক্ষোভ

শর্তহীন সংলাপে তিন দলের কাছে বার্তা যুক্তরাষ্ট্রের

  • ডেক্স রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • ১৬৩৪ Time View

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে শর্তহীন সংলাপ চায় যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। তবে গণতান্ত্রিক ভোট প্রক্রিয়ায় বাধা দিলে যুক্তরাষ্ট্র ভিসা নীতি প্রয়োগ করবে।

আসন্ন নির্বাচন নিয়ে দেশের বড় তিন রাজনৈতিক দলকে ওয়াশিংটনের এই অবস্থান জানিয়ে বার্তা পাঠিয়েছে বাইডেন প্রশাসন। গতকাল সোমবার জাতীয় পার্টির নেতাদের সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর একটি চিঠি পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। এদিকে, চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও।

জানা গেছে, ইমেইলের মাধ্যমে বিএনপিকে চিঠিটি পাঠানো হয়েছে। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি গতকাল এক বিবৃতিতে জানান, পিটার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে দেখা করে নির্বাচনের ব্যাপারে ওয়াশিংটনের বার্তা ও অবস্থান জানাবেন। বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। সব পক্ষকে (রাজনৈতিক দলগুলোকে) সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

এদেশের কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন সব পক্ষকে পূর্বশর্ত ছাড়াই সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশের জন্য ঘোষিত নতুন ভিসা নীতির উল্লেখ করে বলা হয়, যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করবে, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিসা নীতি (থ্রিসি) প্রয়োগ করবে।

আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

শর্তহীন সংলাপে তিন দলের কাছে বার্তা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০১:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে শর্তহীন সংলাপ চায় যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। তবে গণতান্ত্রিক ভোট প্রক্রিয়ায় বাধা দিলে যুক্তরাষ্ট্র ভিসা নীতি প্রয়োগ করবে।

আসন্ন নির্বাচন নিয়ে দেশের বড় তিন রাজনৈতিক দলকে ওয়াশিংটনের এই অবস্থান জানিয়ে বার্তা পাঠিয়েছে বাইডেন প্রশাসন। গতকাল সোমবার জাতীয় পার্টির নেতাদের সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর একটি চিঠি পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। এদিকে, চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও।

জানা গেছে, ইমেইলের মাধ্যমে বিএনপিকে চিঠিটি পাঠানো হয়েছে। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি গতকাল এক বিবৃতিতে জানান, পিটার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে দেখা করে নির্বাচনের ব্যাপারে ওয়াশিংটনের বার্তা ও অবস্থান জানাবেন। বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। সব পক্ষকে (রাজনৈতিক দলগুলোকে) সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

এদেশের কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন সব পক্ষকে পূর্বশর্ত ছাড়াই সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশের জন্য ঘোষিত নতুন ভিসা নীতির উল্লেখ করে বলা হয়, যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করবে, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিসা নীতি (থ্রিসি) প্রয়োগ করবে।