ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মহাদেবপুরে শক্রতা করে ২ টি পুকুরে বিষ দিল দুর্বৃত্তরা

শক্রতা করে ২ টি পুকুরে বিষ দিয়ে প্রায় ২ লাখ   টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা । নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুর ইউনিয়নের বেহাজত গ্রামে এ ঘটনা ঘটিয়েছে । এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার । তবে পুলিশ ঘটনার প্রায় এক সপ্তাহ পার হলেও কোন প্রদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন উঠেছে পুলিশের ভুমিকা নিয়ে ।

লিখিত অভিযোগে জানা যায়, গত প্রায় ১৫ বছর ধরে পৈত্রিক সুত্রে পাওয়া পুকুরে মাছ চাষ করছিল মোক্তাদের । কিন্ত পুকুরের অংশ দাবী করে বিভিন্ন সময় জোর করে মাছ ধরা সহ মাছের ক্ষতি সাধন করে আসছে একই এলাকার আব্দুল ওহাব ও আবুল কালাম নামের ২ ব্যাক্তি ।  অভিযোগে বলা হয় মোক্তাদের কে একটি মিথ্যা মামলায় পুলিশ সম্প্রতি আটক করে । আটকের পরদিন আসামীরা পুর্ব শক্রতা মুলক ২ টি পুকুরে ক্ষতিকর বিষ দেয় । গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বর  রাতের আধারে ২টি পুকুরে বিষ দেয় । বিষ দেওয়ার পর পুকুরের সমুদয় মাছ মরে যায় । এবং পানিতে তা ভেসে উঠে । এতে প্রায় ২ লাখ  টাকার মাছ মরে নষ্ট হয়ে যায় ।

ঘটনার পর মহাদেবপুর থানায় ২ জন কে আসামী করে একটি লিখিত অভিযোগ দেয় মোক্তাদের স্ত্রী মোছা: শোভা আরা । কিন্ত ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্থ পরিবার ।

এ ব্যাপারে মহাদেবপুর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মো: মোজাফফর হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল । বিষয়টি তদন্তাধিন রয়েছে ।

ক্ষতিগ্রস্থ শোভা আরার অভিযোগ তার স্বামী মিথ্যা মামলায় আটকের পর থেকেই আসামীরা নানা ভাবে তার ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে ।  এক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি ।

ট্যাগস

মহাদেবপুরে শক্রতা করে ২ টি পুকুরে বিষ দিল দুর্বৃত্তরা

আপডেট সময় ০৮:২১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩

শক্রতা করে ২ টি পুকুরে বিষ দিয়ে প্রায় ২ লাখ   টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা । নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুর ইউনিয়নের বেহাজত গ্রামে এ ঘটনা ঘটিয়েছে । এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার । তবে পুলিশ ঘটনার প্রায় এক সপ্তাহ পার হলেও কোন প্রদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন উঠেছে পুলিশের ভুমিকা নিয়ে ।

লিখিত অভিযোগে জানা যায়, গত প্রায় ১৫ বছর ধরে পৈত্রিক সুত্রে পাওয়া পুকুরে মাছ চাষ করছিল মোক্তাদের । কিন্ত পুকুরের অংশ দাবী করে বিভিন্ন সময় জোর করে মাছ ধরা সহ মাছের ক্ষতি সাধন করে আসছে একই এলাকার আব্দুল ওহাব ও আবুল কালাম নামের ২ ব্যাক্তি ।  অভিযোগে বলা হয় মোক্তাদের কে একটি মিথ্যা মামলায় পুলিশ সম্প্রতি আটক করে । আটকের পরদিন আসামীরা পুর্ব শক্রতা মুলক ২ টি পুকুরে ক্ষতিকর বিষ দেয় । গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বর  রাতের আধারে ২টি পুকুরে বিষ দেয় । বিষ দেওয়ার পর পুকুরের সমুদয় মাছ মরে যায় । এবং পানিতে তা ভেসে উঠে । এতে প্রায় ২ লাখ  টাকার মাছ মরে নষ্ট হয়ে যায় ।

ঘটনার পর মহাদেবপুর থানায় ২ জন কে আসামী করে একটি লিখিত অভিযোগ দেয় মোক্তাদের স্ত্রী মোছা: শোভা আরা । কিন্ত ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্থ পরিবার ।

এ ব্যাপারে মহাদেবপুর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মো: মোজাফফর হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল । বিষয়টি তদন্তাধিন রয়েছে ।

ক্ষতিগ্রস্থ শোভা আরার অভিযোগ তার স্বামী মিথ্যা মামলায় আটকের পর থেকেই আসামীরা নানা ভাবে তার ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে ।  এক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি ।