২০২৩ বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার দেওয়া পাহাড়সম ৩৮৩ রানের লক্ষ্যে যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ তখনই এক প্রান্তে আগলে রেখে যুদ্ধ করে গেছেন রিয়াদ একাই। তুলে নিয়েছেন সেঞ্চুরিও। অথচ রিয়াদকে দল থেকে বাদ দিয়েছিল নির্বাচকরা। অজুহাত ছিল রিয়াদকে তথাকথিত ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে।
তিন মাস পর আবার ঠিকই দলে সুযোগ পেয়েছিলেন কিউইদের বিপক্ষে সিরিজে। সেখানে ভালো ইনিংস ও ফিটনেসে নিজেকে প্রমাণ করেই বিশ্বকাপে সুযোগ করে নেন রিয়াদ।
বিশ্বকাপে সেঞ্চুরি করে সংবাদ সম্মেলনে এসে সেই মুহূর্তগুলো সম্পর্কে জানতে চান সাংবাদিকরা। এক পর্যায়ে রিয়াদ হেসেই বলে ফেলেন, ‘বিশ্রামটা বেশিই হয়েছিল। কিন্তু তবুও আলহামদুলিল্লাহ। এসবতো আমার আয়ত্তে নেই। এটা তাদের সিদ্ধান্ত। টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করেছে সেটাই করেছে’।