ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গণমাধ্যমের স্বাধীনতা দেখে গণতন্ত্রের হাল-হকিকত বোঝা যায: জিএম কাদের

রাজনীতি ডেক্স : দেশের গণমাধ্যম স্বাধীনতা ভোগ করতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, যে দেশের গণমাধ্যম যতটা স্বাধীন, গণমাধ্যমের স্বাধীনতা দেখে সহজেই বোঝা যায় সে দেশের গণতন্ত্রের হাল-হকিকত।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সাংবাদিক ঐক্যের (এনইউজে) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে জাপা চেয়ারম্যান এ কথা বলেন।

জাতীয় সাংবাদিক ঐক্যের আহ্বায়ক খন্দকার দেলোয়ার জালালীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জাপা চেয়ারম্যান বলেন, টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মিডিয়া আতঙ্কের মাঝে দায়িত্ব পালন করে। প্রাণ খুলে কথা বলতে পারে না কেউ। খবর প্রকাশে নিজেরাই নিজেদের ওপর নিয়ন্ত্রণ আরোপ বা সেলফ সেন্সরশিপ করতে বাধ্য হচ্ছে।

তিনি আরও বলেন, গণমাধ্যম দুর্বল হলেই সমাজে জবাবদিহির ঘাটতি হয়, ফলে দুর্নীতি বেড়ে যায়। দেশের গণমাধ্যমকে দুর্বল করে পরোক্ষভাবে দেশকে অনিয়ম ও দুর্নীতির স্বর্গরাজ্য বানাতে সহায়তা করা হচ্ছে।

ট্যাগস

গণমাধ্যমের স্বাধীনতা দেখে গণতন্ত্রের হাল-হকিকত বোঝা যায: জিএম কাদের

আপডেট সময় ০৫:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২

রাজনীতি ডেক্স : দেশের গণমাধ্যম স্বাধীনতা ভোগ করতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, যে দেশের গণমাধ্যম যতটা স্বাধীন, গণমাধ্যমের স্বাধীনতা দেখে সহজেই বোঝা যায় সে দেশের গণতন্ত্রের হাল-হকিকত।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সাংবাদিক ঐক্যের (এনইউজে) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে জাপা চেয়ারম্যান এ কথা বলেন।

জাতীয় সাংবাদিক ঐক্যের আহ্বায়ক খন্দকার দেলোয়ার জালালীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জাপা চেয়ারম্যান বলেন, টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মিডিয়া আতঙ্কের মাঝে দায়িত্ব পালন করে। প্রাণ খুলে কথা বলতে পারে না কেউ। খবর প্রকাশে নিজেরাই নিজেদের ওপর নিয়ন্ত্রণ আরোপ বা সেলফ সেন্সরশিপ করতে বাধ্য হচ্ছে।

তিনি আরও বলেন, গণমাধ্যম দুর্বল হলেই সমাজে জবাবদিহির ঘাটতি হয়, ফলে দুর্নীতি বেড়ে যায়। দেশের গণমাধ্যমকে দুর্বল করে পরোক্ষভাবে দেশকে অনিয়ম ও দুর্নীতির স্বর্গরাজ্য বানাতে সহায়তা করা হচ্ছে।