ঢাকা ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ০২ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :

নওগাঁয় বিএনপি ও যুবলীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি

নওগাঁ পৌর এলাকার একই স্থানে বিএনপি এবং আওয়ামী যুবলীগের সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

২৭ ডিসেম্বর সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে প্রশাসন।
বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২৮ ডিসেম্বর নওগাঁ শহরের নওযোয়ান মাঠে এ সমাবেশ আহবান করে নওগাঁ বিএনপি। প্রশাসনের কাছে যা লিখিতভাবে জানানো হয়। কিন্তু এরইমধ্যে একই মাঠে জেলা যুবলীগেরও একটি কর্মসূচী ঘোষণা করে।

এরই প্রেক্ষিতে আজ ২৭ ডিসেম্বর সোমবার বিকেল ৩টা থেকে আগামী ২৯ ডিসেম্বর বুধবার বিকেল ৩ টা পর্যন্ত নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধরা জারি করে প্রশাসন।

এদিকে এমন সিদ্ধান্তের পর পূর্ব নির্ধারিত কর্মসূচী অন্যত্র করবেন জানিয়েছে জেলা বিএনপি। যদিও স্থান ও সময় এখনও ঘোষণা করেনি দলটি। নওগাঁ জেলা বিএনপি’র কার্যালয়ে বেলা ১২টার দিকে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দলটির জেলা আহবায়ক হাফিজুর রহমান।

নওগাঁ জেলা বিএপি’র আহবায়ক হাফিজুর রহমান আরও বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতির দাবিতেই মূলত এই সমাবেশ। যেখানে নওগাঁ ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। যদি পৌর এলাকায় ১৪৪ ধারা অব্যাহত থাকে তবে বাহিরের কোন মাঠে এই সমাবেশ করবেন বলেও জানান তিনি।

অপরদিকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন; স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি উৎসব আয়োজন হবার কথা ওই মাঠে। প্রশাসনকে তা লিখিতভাবে জানিয়েছেন তারা। যদি ১৪৪ ধারা অব্যাহত থাকে তবে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।

এম আর রকি / নওগাঁ
২৭/১২/২০২১

ট্যাগস

রোজার শুরুতেই বিধ্বস্ত গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ করে দিল ইসরায়েল

নওগাঁয় বিএনপি ও যুবলীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি

আপডেট সময় ০৪:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১

নওগাঁ পৌর এলাকার একই স্থানে বিএনপি এবং আওয়ামী যুবলীগের সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

২৭ ডিসেম্বর সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে প্রশাসন।
বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২৮ ডিসেম্বর নওগাঁ শহরের নওযোয়ান মাঠে এ সমাবেশ আহবান করে নওগাঁ বিএনপি। প্রশাসনের কাছে যা লিখিতভাবে জানানো হয়। কিন্তু এরইমধ্যে একই মাঠে জেলা যুবলীগেরও একটি কর্মসূচী ঘোষণা করে।

এরই প্রেক্ষিতে আজ ২৭ ডিসেম্বর সোমবার বিকেল ৩টা থেকে আগামী ২৯ ডিসেম্বর বুধবার বিকেল ৩ টা পর্যন্ত নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধরা জারি করে প্রশাসন।

এদিকে এমন সিদ্ধান্তের পর পূর্ব নির্ধারিত কর্মসূচী অন্যত্র করবেন জানিয়েছে জেলা বিএনপি। যদিও স্থান ও সময় এখনও ঘোষণা করেনি দলটি। নওগাঁ জেলা বিএনপি’র কার্যালয়ে বেলা ১২টার দিকে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দলটির জেলা আহবায়ক হাফিজুর রহমান।

নওগাঁ জেলা বিএপি’র আহবায়ক হাফিজুর রহমান আরও বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতির দাবিতেই মূলত এই সমাবেশ। যেখানে নওগাঁ ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। যদি পৌর এলাকায় ১৪৪ ধারা অব্যাহত থাকে তবে বাহিরের কোন মাঠে এই সমাবেশ করবেন বলেও জানান তিনি।

অপরদিকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন; স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি উৎসব আয়োজন হবার কথা ওই মাঠে। প্রশাসনকে তা লিখিতভাবে জানিয়েছেন তারা। যদি ১৪৪ ধারা অব্যাহত থাকে তবে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।

এম আর রকি / নওগাঁ
২৭/১২/২০২১