আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পূর্ব চীনের কিছু অংশে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে। বছরের শুরুতে এ অঞ্চলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় বাড়ি-ঘর গরম রাখা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে। খবর বিবিসির।
লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াং-এ গড় তুষারপাতের পরিমাণ ৫১ সেন্টিমিটার বা ২০ ইঞ্চি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ১৯০৫ সালের পর এটি রেকর্ড হওয়া সর্বোচ্চ তুষারপাত।
পাশের ইনার মঙ্গোলিয়ায় ভারী তুষার ঝড়ের কারণে একজন নিহত হয়েছে। আক্রান্ত হয়েছে আরও ৫ হাজার ৬০০ জনের বেশি।
মঙ্গোলিয়ার টংলিয়াও শহরের আবহাওয়াবিদরা রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসকে জানান, তুষারঝড়টি অত্যন্ত এলোপাতাড়িভাবে আঘাত এনেছে। এটি আকস্মিক চরম আবহাওয়া ঘটনা।
ইনার মঙ্গোলিয়া ও উত্তর-পূর্ব চীন জুড়ে মোট ২৭টি রেড অ্যালার্ট জারি করা হয়। যা তুষারঝড়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক সংকেত।
রবিবার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহের কারণে উত্তর-পূর্ব চীনের কিছু অংশে তাপমাত্রা কমপক্ষে ১৪ ডিগ্রি কমে গেছে।
এ অঞ্চলে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উপকরণ কয়লা। সরবরাহ সংকটের কারণে এখানকার মানুষেরা বিদ্যুৎ বিভ্রাটে পড়েছিলেন সাম্প্রতিক অতীতে। গত সেপ্টেম্বরেও এ ধরনের ঘটনা ঘটে। আকস্মিক রেকর্ড তুষারপাতে নতুন করে একই আশঙ্কা তৈরি হয়েছে।