ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পর্দা উঠল অমর একুশে বইমেলার, উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঠিক ছয় মাসের মাথায় দ্বার খুলল অমর একুশে বইমেলার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাঙালির প্রাণের এই মেলার উদ্বোধন করেন।এর মধ্য দিয়ে মাসব্যাপী বই মেলার পর্দা উঠল।

মেলায় ৩৭টি প্যাভিলিয়ন থাকবে, একটি বাংলা একাডেমিতে এবং ৩৬টি সোহরাওয়ার্দী উদ্যানে। লিটল ম্যাগাজিন কর্নারটি সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে গাছের নিচে থাকবে, তাতে প্রায় ১৩০টি লিটল ম্যাগাজিন স্টল থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

এবার বইমেলায় তুলে ধরা হবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নানা দিক। থাকছে ‘জুলাই চত্বরও’। এবারের মেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। মেলায় অংশ নিচ্ছে ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান। গত বছর এ সংখ্যা ছিল ৬৩৫।

ট্যাগস

পর্দা উঠল অমর একুশে বইমেলার, উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৪:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঠিক ছয় মাসের মাথায় দ্বার খুলল অমর একুশে বইমেলার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাঙালির প্রাণের এই মেলার উদ্বোধন করেন।এর মধ্য দিয়ে মাসব্যাপী বই মেলার পর্দা উঠল।

মেলায় ৩৭টি প্যাভিলিয়ন থাকবে, একটি বাংলা একাডেমিতে এবং ৩৬টি সোহরাওয়ার্দী উদ্যানে। লিটল ম্যাগাজিন কর্নারটি সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে গাছের নিচে থাকবে, তাতে প্রায় ১৩০টি লিটল ম্যাগাজিন স্টল থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

এবার বইমেলায় তুলে ধরা হবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নানা দিক। থাকছে ‘জুলাই চত্বরও’। এবারের মেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। মেলায় অংশ নিচ্ছে ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান। গত বছর এ সংখ্যা ছিল ৬৩৫।