ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেক্স : ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরকসহ ড্রোন হামলা চালানোর খবর পাওয়া গেছে। তবে অক্ষত রয়েছেন প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি। রোববার (৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, বিস্ফোরকসহ ড্রোন হামলায় প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী এখন ভালো আছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানানয় তারা।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী বাগদাদের গ্রিন জোনে প্রধানমন্ত্রীর বাসভবনে তাকে হত্যাচেষ্টায় এ হামলা চালানো হয়েছে। তারা আরও জানান, হামলায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ছয় জন আহত হয়েছেন।

এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মুস্তফা আল-খাদেমিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে, যুক্তরাষ্ট্র এ হামলার নিন্দা জানিয়েছে এবং ঘটনার তদন্ত করতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে জানান, ইরাকের কেন্দ্রবিন্দুতে সন্ত্রাসী হামলা এটি, এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।

সাবেক গোয়েন্দা প্রধান খাদেমি গত বছরের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন।

সূত্র: বিবিসি, রয়টার্স

ট্যাগস

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

আপডেট সময় ১০:১৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেক্স : ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরকসহ ড্রোন হামলা চালানোর খবর পাওয়া গেছে। তবে অক্ষত রয়েছেন প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি। রোববার (৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, বিস্ফোরকসহ ড্রোন হামলায় প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী এখন ভালো আছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানানয় তারা।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী বাগদাদের গ্রিন জোনে প্রধানমন্ত্রীর বাসভবনে তাকে হত্যাচেষ্টায় এ হামলা চালানো হয়েছে। তারা আরও জানান, হামলায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ছয় জন আহত হয়েছেন।

এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মুস্তফা আল-খাদেমিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে, যুক্তরাষ্ট্র এ হামলার নিন্দা জানিয়েছে এবং ঘটনার তদন্ত করতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে জানান, ইরাকের কেন্দ্রবিন্দুতে সন্ত্রাসী হামলা এটি, এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।

সাবেক গোয়েন্দা প্রধান খাদেমি গত বছরের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন।

সূত্র: বিবিসি, রয়টার্স