দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে ১৪ টি ট্রাক-কাভার্ড ভ্যান নিয়ে আমানত শাহ নামে একটি রো রো ফেরি ডুবে গেছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে ডুবে যাওয়া ট্রাক ও ফেরি উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। উদ্ধারকাজে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। সকাল সোয়া ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে আসতে দেখা যায়। এছাড়া কাজ করছে নৌবাহিনী।
জানা যায়, রাজবাড়ীর দৌলতদিয়া থেকে সকাল ১০টার দিকে আমানত শাহ নামে একটি বড় ফেরি ১৭ টি ট্রাক নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পাটুরিয়ার ৫নং ফেরিঘাটের পল্টুনের নোঙর করে ফেরিটি। এসময় তিনটি ট্রাক ফেরি থেকে নামতে সক্ষম হলেও বাকি ১৪টি নিয়ে ফেরিটি কাত হয়ে একপাশ ডুবে যায়।