স্টাফ রিপোর্টারঃ মেডিকেল চেকআপের জন্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জ্যেষ্ঠ রাজনীতিক তোফায়েল আহমেদকে ভারতের রাজধানী দিল্লি নেওয়া হয়েছে।
শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তোফায়েল আহমেদের মেয়ের জামাই ডাক্তার তৌহিদুজ্জামান।
তিনি জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে নিয়ে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে এয়ার অ্যাম্বুলেন্স। ডাক্তার তৌহিদুজ্জামান বলেন, ‘হঠাৎ করে অসুস্থ হওয়ার পর তিনি (তোফায়েল আহমেদ) স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
তার অবস্থা এখন ভালো। তবে বাম হাতে একটু কম শক্তি পাচ্ছেন। উন্নতি চিকিৎসা ও চেকআপের জন্য তাকে দিল্লি নেওয়া হয়েছে।’
দিল্লির মেডান্টা দি মেডিটিডি হাসপাতালে তোফায়েল আহমেদকে ভর্তি করা হবে বলে জানান তিনি।
এর আগে তোফায়েল আহমেদের একান্ত সচিব মো. নুরুল আমিন বলেছিলেন, ‘ওনার (তোফায়েল আহমেদ) শারীরিক অবস্থা ভালো আছে। তিনি সুস্থ। নিয়মিত চেকআপের অংশ হিসেবে তাকে দিল্লি নেওয়া হচ্ছে। উনি তো চেকআপের জন্য বিভিন্ন সময় রাজধানীর স্কয়ার হাসপাতালে যান। চেকআপের জন্যই তাকে ভারত নেওয়া হচ্ছে।’