ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :

কুড়িগ্রামে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নালার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩০ মে) দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের উত্তর গ্রামের বলদিয়া বাজারের কাছে সুইচগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- উত্তর বলদিয়া গ্রামের অপু মিয়ার মেয়ে শেফালী (৫), একই গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে সাবিনা (৪) ও নুর ইসলামের মেয়ে জেসমিন (৫)। এ তথ্য নিশ্চিত করেছেন বলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকলেছুর রহমান।

স্থানীয়রা জানান, রোববার (৩০ মে) দুপুরে বাড়ির পার্শ্ববর্তী মরা সংকোশ নদের নালায় গোসল করতে নামে ওই তিন শিশু। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে কান্নাকাটি করতে থাকে।

পরে স্থানীয়রা নালার পানিতে তিন শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

ট্যাগস

দ্বিতীয় বিয়ে করতে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা করেছে স্বামী

কুড়িগ্রামে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নালার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩০ মে) দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের উত্তর গ্রামের বলদিয়া বাজারের কাছে সুইচগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- উত্তর বলদিয়া গ্রামের অপু মিয়ার মেয়ে শেফালী (৫), একই গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে সাবিনা (৪) ও নুর ইসলামের মেয়ে জেসমিন (৫)। এ তথ্য নিশ্চিত করেছেন বলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকলেছুর রহমান।

স্থানীয়রা জানান, রোববার (৩০ মে) দুপুরে বাড়ির পার্শ্ববর্তী মরা সংকোশ নদের নালায় গোসল করতে নামে ওই তিন শিশু। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে কান্নাকাটি করতে থাকে।

পরে স্থানীয়রা নালার পানিতে তিন শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’