ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু

খুলনা প্রতিনিধি: খুলনায় অসুস্থ বোনকে দেখতে এসে লাশ হলেন সাথী বেগম (২৫) নামের এক গৃহবধূ। বুধবার (৩ মার্চ) খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা উপজেলার দামোদর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী বেগম ফুলতলার দামোদর নতুনহাট এলাকার আশরাফুল মল্লিকের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, সাথী বেগম স্বামীকে নিয়ে এ গফুর ক্লিনিকে অসুস্থ বোনকে দেখতে যান।

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় যশোর থেকে খুলনাগামী বালু বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সাথী বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় তার স্বামী আশরাফুল মল্লিক গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ট্রাকের চালক এবং হেলপারকে আটক করে ফুলতলা থানা পুলিশে সোপর্দ করেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বলেন, ‘ঘটনার পর পুলিশ ট্রাকের চালক ও হেলপারকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ট্যাগস

খুলনায় ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ০৫:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১

খুলনা প্রতিনিধি: খুলনায় অসুস্থ বোনকে দেখতে এসে লাশ হলেন সাথী বেগম (২৫) নামের এক গৃহবধূ। বুধবার (৩ মার্চ) খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা উপজেলার দামোদর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী বেগম ফুলতলার দামোদর নতুনহাট এলাকার আশরাফুল মল্লিকের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, সাথী বেগম স্বামীকে নিয়ে এ গফুর ক্লিনিকে অসুস্থ বোনকে দেখতে যান।

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় যশোর থেকে খুলনাগামী বালু বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সাথী বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় তার স্বামী আশরাফুল মল্লিক গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ট্রাকের চালক এবং হেলপারকে আটক করে ফুলতলা থানা পুলিশে সোপর্দ করেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বলেন, ‘ঘটনার পর পুলিশ ট্রাকের চালক ও হেলপারকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’