ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ঘাসমারা ওষুধ পান করে কৃষকের আত্মহত্যা

চুয়াডাঙ্গা  প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে ইনামুল হক ইনা (৪৫) নামের এক কৃষক ঘাসমারা ওষুধ পান করে আত্মহত্যা করেছেন। রোববার (১০ জানুয়ারি) বিকেলে জীবননগরের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এর আগে শুক্রবার (৮ জানুয়ারি) সকালে নিজ বাড়িতে ঘাসমারা ওষুধ পান করেন ইনামুল। ওই সময় বাড়ির লোকজন তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মৃত ইনামুল হক ইনা চুয়াডাঙ্গার জীবননগরের সেনেরহুদা গ্রামের শহীদ মণ্ডলের ছেলে।

উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ইনামুল হক ছিলেন একজন কৃষক। পরিবারের নানা চাহিদা মেটাতে গিয়ে স্থানীয় বিভিন্ন ঋণদান সংস্থা থেকে চড়া সুদে প্রায় দুই লাখ টাকা ঋণ নেন তিনি।

পরে এ ঋণের টাকা পরিশোধ করতে না পেরে, মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এ কারণে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে জানান তিনি।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কীটনাশক পান করে ইনামুল আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে সুরতহাল রিপোর্ট শেষে তাকে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

ট্যাগস

চুয়াডাঙ্গায় ঘাসমারা ওষুধ পান করে কৃষকের আত্মহত্যা

আপডেট সময় ০৭:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১

চুয়াডাঙ্গা  প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে ইনামুল হক ইনা (৪৫) নামের এক কৃষক ঘাসমারা ওষুধ পান করে আত্মহত্যা করেছেন। রোববার (১০ জানুয়ারি) বিকেলে জীবননগরের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এর আগে শুক্রবার (৮ জানুয়ারি) সকালে নিজ বাড়িতে ঘাসমারা ওষুধ পান করেন ইনামুল। ওই সময় বাড়ির লোকজন তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মৃত ইনামুল হক ইনা চুয়াডাঙ্গার জীবননগরের সেনেরহুদা গ্রামের শহীদ মণ্ডলের ছেলে।

উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ইনামুল হক ছিলেন একজন কৃষক। পরিবারের নানা চাহিদা মেটাতে গিয়ে স্থানীয় বিভিন্ন ঋণদান সংস্থা থেকে চড়া সুদে প্রায় দুই লাখ টাকা ঋণ নেন তিনি।

পরে এ ঋণের টাকা পরিশোধ করতে না পেরে, মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এ কারণে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে জানান তিনি।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কীটনাশক পান করে ইনামুল আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে সুরতহাল রিপোর্ট শেষে তাকে দাফনের অনুমতি দেয়া হয়েছে।