পঞ্চগড়, প্রতিনিধিঃ পঞ্চগড়ে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় তাইজুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তবে মোটরসাইকেল আরোহী তার স্ত্রী আসমা বেগম (৩৬) ও কন্যা তাসনিম (৪) অক্ষত রয়েছে।নিহত তাইজুল ইসলামের বাড়ি তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকায়। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, তাইজুল বোদা উপজেলায় এক স্বজনের বাসায় ঈদের দাওয়াত খেয়ে স্ত্রী ও সন্তান নিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন।
হাসপাতালের সামনে বাংলা বান্ধাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তাইজুলের মৃত্যু হয়।
খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ও পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নেন। তবে মোটরসাইকেল আরোহী তার স্ত্রী ও শিশু সন্তানের তেমন সমস্যা হয়নি।
পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মেদ বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্তু ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি।