কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বন্যার পানিতে ডুবে আবু হানিফ নামে দুই বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার নারায়নপুর ইউনিয়নের কুলামুয়া কালাইরচর গ্রামের বাড়ির পাশ থেকে বন্যার পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটি উপজেলার কুলামুয়া কালাইরচর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, নারায়নপুর ইউনিয়নের বাড়ির চারিদিক বন্যার পানিতে প্লাবিত হওয়ায় শিশুটির মা চায়না বেগম বাড়ির উঁচু উঠানে বসিয়ে রেখে রান্নাঘরে রান্না করছিলেন।
সেখানে খেলতে খেলতে কোনো এক সময় পরিবারের সদস্যদের অজান্তে উঠানের পাশে বন্যার পানিতে ডুবে যায়।
পরে দুপুরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় বন্যার পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।