ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি

বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে

স্টাফ রিপোর্টারঃ  দেশের উত্তর ও পূর্বাঞ্চলের ১০ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তবে মধ্যাঞ্চলের ৫ জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের বার্তায় এসব তথ্য জানানো হয়।

পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃষ্টিপাত গত কয়েক দিনে কিছুটা কমায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও-

প্রধান প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। বর্তমানে বিভিন্ন নদ-নদীর পানি দেশের ২২টি অঞ্চলে বিপৎসীমার উপর দিয়ে বইছে।

বর্তমানে ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী সোমবার নাগাদ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানির সমতল স্থিতিশীল আছে। পদ্মা নদীর পানির সমতল হ্রাস পেতে শুরু করেছে।

এ দিকে মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ি ও ঢাকা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির স্থিতিশীল রয়েছে।

দেশের উত্তরের সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোতেও বেড়েছে বৃষ্টিপাত, যে এলাকাগুলোর বৃষ্টিপাত বাড়লেই দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়।

শুক্রবার থেকে ভারতের চেরাপুঞ্জিতে ৯৪ মিলিমিটার এবং পাসিঘাটে ৭৪ মিলিমিটার বর্ষণ হয়েছে। অর্থাৎ আসাম, মেঘালয়ে পুনরায় অতিভারী বর্ষণ শুরু হয়ে গেছে।

ট্যাগস

উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি

আপডেট সময় ১১:১৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০

স্টাফ রিপোর্টারঃ  দেশের উত্তর ও পূর্বাঞ্চলের ১০ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তবে মধ্যাঞ্চলের ৫ জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের বার্তায় এসব তথ্য জানানো হয়।

পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃষ্টিপাত গত কয়েক দিনে কিছুটা কমায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও-

প্রধান প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। বর্তমানে বিভিন্ন নদ-নদীর পানি দেশের ২২টি অঞ্চলে বিপৎসীমার উপর দিয়ে বইছে।

বর্তমানে ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী সোমবার নাগাদ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানির সমতল স্থিতিশীল আছে। পদ্মা নদীর পানির সমতল হ্রাস পেতে শুরু করেছে।

এ দিকে মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ি ও ঢাকা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির স্থিতিশীল রয়েছে।

দেশের উত্তরের সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোতেও বেড়েছে বৃষ্টিপাত, যে এলাকাগুলোর বৃষ্টিপাত বাড়লেই দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়।

শুক্রবার থেকে ভারতের চেরাপুঞ্জিতে ৯৪ মিলিমিটার এবং পাসিঘাটে ৭৪ মিলিমিটার বর্ষণ হয়েছে। অর্থাৎ আসাম, মেঘালয়ে পুনরায় অতিভারী বর্ষণ শুরু হয়ে গেছে।