কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে বজ্রপাতে আব্দুল আউয়াল (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউনিয়নের উত্তর বলদিয়া খোঁচাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন আরও একজন।
নিহত আব্দুল আউয়াল ওই গ্রামের খয়বর আলীর ছেলে। এলাকাবাসী জানান, নিহত আব্দুল আউয়াল এবং একই গ্রামের আব্দুল জব্বার আলীর পুত্র নজরুল ইসলাম বাড়ির পাশের জমিতে পাট কাটতে যায়।
এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই আউয়ালের মৃত্যু হয়। আর মারাত্মকভাবে আহত হন নজরুল ইসলাম। আহত নজরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বলদিয়া ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান এবং কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশীদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।