ঘাটাইল, প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবেলায় টাঙ্গাইলের ঘাটাইলে আর্ন্তজাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ দেউলাবাড়ী ইউনিয়নের ২শত ৭০ জন অসহায়, পরিবারের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করেছে।
গুডনেইবাস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এ সামগ্রী বিতরণ করা হয়।খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার মো. জাহাঙ্গীর আলম ।
এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা অফিসার-
মো.আসাদুল ইসলাম,ইউপি মেম্বার হাজী চান মিয়া,সাবেক ইউপি মেম্বার হাজী আব্দুল খালেক, গুডনেইবারস সঞ্জয় ও রিণদান সমবায় সমিতির সভাপতি মোছাম্মদ শাহীদা বেগম,গুডনেইবারস ঘাটাইল-
সিডিপির সিনিয়র অফিসার প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার,ম্যাডিক্যাল অফিসার ডা.শুভ বসাক ,আইজি
অফিসার মাহমুদুল হাসান,গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন প্রমুখ।
এসময় প্রতিটি পরিবারকে ৭কেজি চাউল,১লিটার সয়াবিন তৈল,১কেজি মসুর ডাল,২ কেজি আলু,১কেজি লবণ ও ২টি করে সাবান করা হয়।