আন্তর্জাতিক ডেস্কঃ কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে পরস্পরকে দোষারোপ করার পরিবর্তে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বার্তা সংস্থা তাস পরিবেশিত খবরে একথা বলা হয়। খবর সিনহুয়ার।
পুতিন বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ‘এ মহামারি কার্যকরভাবে মোকাবেলায় পরস্পরকে দোষ না দিয়ে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো প্রয়োজন।’
তিনি বলেন, ‘দোষারোপের পথ পরিহার করে’ সংহতি প্রকাশের মাধ্যমে বিশ্ব কোভিড-১৯ ভাইরাসের হুমকি মোকাবেলা করতে পারে।