ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo গণঅভ্যুত্থানে হত্যাসহ ১২ মামলার চার্জশিট দিল পুলিশ Logo জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নওগাঁয় প্রতীকী ম্যারাথন Logo বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি ভারত-যুক্তরাষ্ট্র: ট্রাম্প Logo নওগাঁয় ‘সিডেফ’ এর মানবাধিকার কর্মশালা অনুষ্ঠিত Logo কিশোরগঞ্জে ব্যবসায়ীকে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন Logo পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা Logo যাত্রাবাড়ীতে ৪৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার Logo ‘সন্ত্রাসীদের গ্রেফতার না করলে গোপালগঞ্জে লং মার্চ: নাহিদ ইসলাম Logo ইসরায়েলের ৩ সংবেদনশীল লক্ষ্যবস্তুতে হুথির ক্ষেপণাস্ত্র হামলা Logo ঢাকা বোর্ডের সামনে আজও এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বিক্ষোভ

জমিয়ে কাজের মেয়ের জন্মদিন পালন করলেন আলিয়া

কাজের মেয়ের জন্মদিন পালন করলেন আলিয়া

বিনোদন ডেস্কঃ  দীর্ঘ দিন ধরেই আলিয়ার পরিবারে কাজ করছেন পরিচারিকা রশিদা শেখ। তবে আলিয়াদের পরিবারের নিছক একজন কাজের মানুষই নন তিনি, এই পরিবারের একজন হয়ে উঠেছেন।

আর কোন রকম আয়োজন ছাড়ার পরিবারের একজনের জন্মদিন পার হয়ে যাবে তাই হয় নাকি! তাই বেশ জমিয়ে রশিদার জন্মদিন পালন করেছে আলিয়ার পরিবার।

তার জন্মদিনে উপস্থিত ছিলেন আলিয়ার দিদি শাহিন ভাট, বাবা মহেশ ভাট ও মা সোনি রাজদান। ভাট পরিবারের পরিবারের প্রত্যেকে গান গেয়ে, কেক কেটে, নেচে তা সেলিব্রেট করেন রশিদার জন্মদিন।

এর আগেও রশিদার ছবি পোস্ট করেছিলেন আলিয়ার প্রেমিক রণবীর কাপুর। তাই এই পরিবারের সদস্য হিসেবে রশিদাও এখন সবার কাছে পরিচিত মুখ। বেশ হাসি-খুশি পরিবেশে আজ পার হচ্ছে তার জন্মদিন।

বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে অয়ন মুখোপাধ্যায়ের সিনেমা ব্রক্ষ্মাস্ত্র। এখানে অভিনয় করেছেন রণবীর-আলিয়া।

অন্যদিকে লকডাউনের কারণে করণ জোহরের ‘তখত’ সিনেমার শুটিংও পিছিয়ে যায়। ওই সিনেমায় কারিনা কাপুর, রণবীর সিং ও বিকি কৌশলের সঙ্গে রয়েছেন আলিয়া ভাট।

পিছিয়েছেন আলিয়া অভিনীত সঞ্জয় লীলা বানশালির পরবর্তী সিনেমা ‌‌‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ির’ শুটিং। কবে থেকে আলিয়াকে আবারও ‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ির’ সেটে দেখা যাবে সটাও অনিশ্চিত।

ট্যাগস

গণঅভ্যুত্থানে হত্যাসহ ১২ মামলার চার্জশিট দিল পুলিশ

জমিয়ে কাজের মেয়ের জন্মদিন পালন করলেন আলিয়া

আপডেট সময় ০৬:৩০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০

বিনোদন ডেস্কঃ  দীর্ঘ দিন ধরেই আলিয়ার পরিবারে কাজ করছেন পরিচারিকা রশিদা শেখ। তবে আলিয়াদের পরিবারের নিছক একজন কাজের মানুষই নন তিনি, এই পরিবারের একজন হয়ে উঠেছেন।

আর কোন রকম আয়োজন ছাড়ার পরিবারের একজনের জন্মদিন পার হয়ে যাবে তাই হয় নাকি! তাই বেশ জমিয়ে রশিদার জন্মদিন পালন করেছে আলিয়ার পরিবার।

তার জন্মদিনে উপস্থিত ছিলেন আলিয়ার দিদি শাহিন ভাট, বাবা মহেশ ভাট ও মা সোনি রাজদান। ভাট পরিবারের পরিবারের প্রত্যেকে গান গেয়ে, কেক কেটে, নেচে তা সেলিব্রেট করেন রশিদার জন্মদিন।

এর আগেও রশিদার ছবি পোস্ট করেছিলেন আলিয়ার প্রেমিক রণবীর কাপুর। তাই এই পরিবারের সদস্য হিসেবে রশিদাও এখন সবার কাছে পরিচিত মুখ। বেশ হাসি-খুশি পরিবেশে আজ পার হচ্ছে তার জন্মদিন।

বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে অয়ন মুখোপাধ্যায়ের সিনেমা ব্রক্ষ্মাস্ত্র। এখানে অভিনয় করেছেন রণবীর-আলিয়া।

অন্যদিকে লকডাউনের কারণে করণ জোহরের ‘তখত’ সিনেমার শুটিংও পিছিয়ে যায়। ওই সিনেমায় কারিনা কাপুর, রণবীর সিং ও বিকি কৌশলের সঙ্গে রয়েছেন আলিয়া ভাট।

পিছিয়েছেন আলিয়া অভিনীত সঞ্জয় লীলা বানশালির পরবর্তী সিনেমা ‌‌‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ির’ শুটিং। কবে থেকে আলিয়াকে আবারও ‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ির’ সেটে দেখা যাবে সটাও অনিশ্চিত।