২০২৩ সালে গাঁটছড়া বাঁধেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। চলতি বছরের ফেব্রুয়ারিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবিসহ ‘নতুন সদস্য আসছে’ এমন একটি পোস্ট দিয়েছিলেন তারকা দম্পতি।
তার পর থেকেই অনুরাগীরা অপেক্ষায় ছিল ছেলে নাকি মেয়ের বাবা-মা হচ্ছেন এই জুটি? মঙ্গলবার (১৫ জুলাই) রাতে সন্তানের মা-বাবা হয়েছেন তারা। অভিনেত্রীর কোল আলো করে এল কন্যাসন্তান।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা। কিয়ারা-সিদ্ধার্থের মা-বাবা হওয়ার খবরে তাদের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী এবং দীর্ঘদিনের সহকর্মীরা। শুভেচ্ছাবার্তায় ছেয়ে গেছে সামাজিক মাধ্যম। শুভাচ্ছে জানিয়েছেন করণ জোহর, বরুণ ধাওয়ান, ক্যাটরিনা কাইফদের অনেকেই।
সিদ্ধার্থ ও কিয়ারার মন দেওয়া-নেওয়া শুরু হয় ‘শেরশাহ’ ছবির শুটিং সেটে। ২০২১ সালে মুক্তি প্রাপ্ত ছবির সাফল্যে ধীরে ধীরে গাঢ় হতে থাকে তাদের সম্পর্ক। তবে প্রেমের সময় সতর্কতার সঙ্গে গোপনীয়তা বজায় রাখছিলেন তারা। যদিও শেষের দিকে হাঁড়ি ভাঙেন করণ জোহর। এক কফি আড্ডায় দুজনের ভিতরের খবর বের করে এনেছিলেন নির্মাতা।