রাজনীতি ডেস্কঃ অজানা আতঙ্কের মধ্যে সরকার হাবুডুবু খাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৬ জুন) এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, কোভিড-১৯ আক্রান্ত মানুষের এদেশে কোনো চিকিৎসা নেই। হাসপাতালে করোনা রোগীদের ভর্তি যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
হাসপাতালে আইসিইউ ও অক্সিজেনের অভাবে আক্রান্ত রোগীরা অসহায়ভাবে কাতরাচ্ছেন। রোগীর তুলনায় শয্যা একেবারেই কম।
আক্রান্ত মানুষ এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে ছুটতে রাস্তার মধ্যেই মারা যাচ্ছে। চারদিকে ক্ষুধার জ্বালায় কর্মহীন মানুষ হাহাকার করছে।
তিনি বলেন, দেশব্যাপী বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে গ্রেফতারের হিড়িক চলছে।
বর্তমান গণবিরোধী সরকার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নারী, পুরুষ নির্বিশেষ মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে হয়রানি করছে।
এর মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির মধ্যেও কেউ যেন সরকারের বিরুদ্ধে টু-শব্দ করতে না পারে।
সরকার নিজেদের অবৈধ সত্তা নিয়ে সব সময় আতঙ্কের মধ্যে আছে। তাই সমালোচনাকে যমের মতো ভয় পাচ্ছে। এক অজানা আতঙ্কের মধ্যে সরকার হাবুডুবু খাচ্ছে।
চারদিকে সীমাহীন ব্যর্থতা, করোনায় বাঁধভাঙা পানির স্রোতের মতো দেশের জনগণ আক্রান্ত হচ্ছেন, মৃত্যুর সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।