ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় কীটনাশক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিহত ব্যবসায়ী রঞ্জু

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর রানীনগরের পল্লীতে  বাড়ির ভেতরে  ঢুকে রঞ্জু মন্ডল (৪৫) নামে এক সার-কীটনাশক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত রঞ্জু উপজেলার রাতোয়াল গ্রামের শুকুর আলী মন্ডলের ছেলে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শুক্রবার (২৯ মে) সকালে সাদ্দাম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রঞ্জু পেশায় একজন সার কীটনাশক খুচরা ব্যবসায়ী ।

 

রানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান,  রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত রঞ্জু মন্ডলের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি তাকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, রঞ্জু সার-কীটনাশকের ব্যবসা করতেন। ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে তাকে হত্যা করা হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

 

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁয় কীটনাশক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:৪২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর রানীনগরের পল্লীতে  বাড়ির ভেতরে  ঢুকে রঞ্জু মন্ডল (৪৫) নামে এক সার-কীটনাশক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত রঞ্জু উপজেলার রাতোয়াল গ্রামের শুকুর আলী মন্ডলের ছেলে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শুক্রবার (২৯ মে) সকালে সাদ্দাম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রঞ্জু পেশায় একজন সার কীটনাশক খুচরা ব্যবসায়ী ।

 

রানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান,  রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত রঞ্জু মন্ডলের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি তাকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, রঞ্জু সার-কীটনাশকের ব্যবসা করতেন। ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে তাকে হত্যা করা হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।