স্টাফ রিপোর্টারঃ সাভারের আশুলিয়ায় মাসুরা খাতুন (২২) নামে এক নারী পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দুপুরের দিকে পল্লী বিদ্যুৎ ডেন্ডাবর এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মাসুরা খাতুন পাবনা সদর উপজেলার হামিদপুর গ্রামের মো. আমিন উদ্দিনে মেয়ে। সে আশুলিয়ার একটি সোয়েটার কারখানায় কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানায়, মাসুরা একাই ওই এলাকায় একটি বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। সেখানে মাঝে মধ্যে তার স্বামী পরিচয় দিয়ে এক ব্যক্তি যাতায়াত করতেন।
শুক্রবার ওই কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ালে আশেপাশের ভাড়াটিয়ারা বাড়িওয়ালাকে বিষয়টি জানায়। পরে থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।