স্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাস পরীক্ষার জন্য শুরু থেকেই কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
তবে এখন থেকে আর পরীক্ষার জন্য আর নমুনা সংগ্রহ করবে না প্রতিষ্ঠানটি।
এখন থেকে স্বাস্থ্য অধিদপ্তর নমুনা সংগ্রহ ও পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের কাজটি করবে।কেবল মান নিয়ন্ত্রণের জন্য এসব প্রতিষ্ঠান কর্তৃক পাঠানো একটি নির্দিষ্ট পরিমাণ স্যম্পল পরীক্ষা করে যাচাই করবে আইইডিসিআর।
রবিবার (৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন আইইডিসিআর-এর উপদেষ্টা ডা. মুশতাক হোসেন।
তিনি বলেন, আইইডিসিআর এখন থেকে শুধু তাদের গবেষণার কাজ করবে। রোগীর রোগ নির্ণয়ের জন্য নমুনা সংগ্রহ করা প্রতিষ্ঠানের কাজের মধ্যে পড়ে না, কিন্তু অ্যাপিডেমিওলজিক্যাল সার্ভিলেন্সের অংশ হিসেবে নমুনা সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। কিন্তু বর্তমানে বিভিন্ন হাসপাতালসহ অনেক প্রতিষ্ঠানে পরীক্ষা করার সুযোগ তৈরি করা হয়েছে।
যার কারণে নমুনা পরীক্ষার দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তর নিয়েছে, নমুনা পরীক্ষা হবে অন্যান্য ল্যাবরেটরিতে। এসব কাজের ধারা নতুন করে বিন্যাস করা হয়েছে। স্যাম্পল সংগ্রহ এবং পরীক্ষা প্রাথমিকভাবে অন্য ল্যাবরেটরি করবে এবং আইইডিসিআর কোয়ালিটি কন্ট্রোল করবে।
ড. মুশতাক হোসেন বলেন, মাঠ পর্যায় থেকে স্যাম্পল সংগ্রহ এবং কোয়ালিটি কন্ট্রোল প্রভৃতি কারণে রেজাল্ট দিতেও দেরি হচ্ছে। নমুনা সংগ্রহ করে সব কাজ করা আইইডিসিআর-এর পক্ষে সম্ভব হচ্ছে না। কোয়ালিটি চেক করাও সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু প্রতিষ্ঠানের জনবল বাড়েনি, কিছু ভলান্টিয়ার, বিভিন্ন সংস্থা, সরকারও ডেপুটিশনে কয়েকজন দিয়েছে, কিন্তু সেটা পর্যাপ্ত না।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও কোভিড-১৯ বিষয়ক মিডিয়া সেলের প্রধান হাবিবুর রহমান বলেন, তাদের পক্ষে অসংখ্য টেস্ট করতে গিয়ে স্যাম্পল কালেকশন একটা বার্ডেন হয়। যেটা তাদের জন্য ভালো হয়, সেটাই তারা করবে। তবে অনেকেই আছেন যারা কোথাও যেতে পারবেন না, গিয়ে তাদের নমুনা নিয়ে আসার সুযোগ রাখার জন্য আমি অনুরোধ করবো।