ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে ছয় জন চিকিৎসক, তিনজন স্টাফ আর অপরজন ত্রিশাল উপজেলার। এ নিয়ে জেলায় মোট ১১৮ জনের করোনা শনাক্ত হলো।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ সোমবার (২৭ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি ল্যাবে ৩ ধাপে ২৮২ টি নমুনার পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২১টি নমুনা করোনা পজিটিভ এসেছে।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ.বি.এম মসিউল আলম জানান, সোমবার (২৭ এপ্রিল) রাতে নতুন করে করোনা শনাক্তদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ চিকিৎসক ও তিন স্টাফ এবং ত্রিশাল উপজেলার ১ জনসহ ময়মনসিংহ জেলায় ১০ জন।
এছাড়াও জামালপুর জেলায় ১ চিকিৎসকসহ ৮ জন এবং নেত্রকোনা জেলায় ৩ জন। আর এতে ময়মনসিংহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১১৮ জনে। আর সুস্থ হয়েছেন তিনজন।
এর আগে গত রোববার পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ময়মনসিংহ জেলার ১৭ জনের করোনা শনাক্ত হয়।
নতুন ১৭ জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৯ চিকিৎসক, পাঁচজন স্টাফ এবং ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার ৩ জন রয়েছেন।