ধর্ম ডেস্কঃ কোভিড-১৯ এর মহামারীর মধ্যে আসা এবারের রোজায় ইফতার মাহফিলের আয়োজন বা যোগদানও বিধিনিষেধের আওতায় পড়ল।
শুক্রবার (২৪ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা রমজানে তারাবির নামাজ ঘরে আদায় করার নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রত্যেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার স্বার্থে রমজান মাসে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইফতার মাহফিলের আয়োজন বা যোগদান করতে পারবেন না।
এ নির্দেশনায় পবিত্র রমজান মাসে এশার জামাত ও তারাবির নামাজে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম ও ২ জন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন অংশগ্রহণ করতে পারবেন বলেও জানানো হয়।