স্টাফ রিপোর্টারঃ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুর রহমান (৬০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৯ এপ্রিল) সকাল ৭টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু জানান, আতিকুর রহমানের কয়েকদিন আগে বারডেম হাসপাতালে ওপেন হার্ট অপারেশন হয়েছিল।
তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। শনিবার (১৮ এপ্রিল) রাতে হঠাৎ বিপি নেমে যাওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। রোববার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও তিন ছেলে রেখে যান। তার মরদেহ প্রথমে রামপুরা ওয়াপদা রোডে মহানগর প্রজেক্টে তার বাসভবনে নেওয়া হবে। পরে নিজ গ্রামের বাড়ি নবাবগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে দাফন করা করা হবে।