আন্তর্জাতিক ডেস্কঃ করোনার কারণে যুক্তরাজ্য এখন ভয়াবহ সমস্যার সম্মুখীন। দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠ পুত্র প্রিন্স চার্লস। খবর ‘রয়টার্স’।
ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) সকালের দিকে রাজ পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের শরীরে করোনার লক্ষণ দেখা দেওয়ার তার পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। তবে তার অবস্থা গুরুতর নয়।
প্রিন্স চার্লসের করোনা ধরা পড়ায় ডাচেস অব কর্নওয়ালের শরীরও পরীক্ষা করা হয়েছে। তবে তার করোনা ভাইরাস ধরা পড়েনি।
এ দিকে কার মাধ্যমে প্রিন্স চার্লস করোনা সংক্রমিত হয়েছেন তা এখনো জানা সম্ভব হয়নি। গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি জনসমাগমে অংশ নিয়েছেন প্রিন্স চার্লস।
প্রসঙ্গত, যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৮ হাজার ৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪২২ জন।